বর্তমান সময়ে স্মার্টফোনই আমাদের চলার পথে এক অনবদ্য সঙ্গী হয়ে উঠেছে। নানা কারণে সারাক্ষণই চালু থাকে স্মার্টফোন। তাই দ্রুতই চার্জ শেষ হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যত দ্রুত চার্জ শেষ হয়, তত দ্রুত চার্জ হয় না। ঘণ্টার পর ঘণ্টা চার্জে রাখলেও ফুল চার্জ হয় না।
এমনটা হলে কি করবেন? আসুন জেনে নেই সেই উপায়-
দাঁত খোঁচানোর কাঠি বা টুথপিক তো বাড়িতেই থাকে। তা দিয়ে পোর্টে জমে থাকা নোংরা, ধুলাবালি, পোশাকের ববলিন পরিষ্কার করে নিতে পারেন। কাঠের বা প্লাস্টিকের সরু কোনও কাঠি থাকলেও কাজ হবে। আবার সিমকার্ডের পোর্ট খোলার জন্য স্মার্টফোনের সঙ্গে যে ধাতব কাঠির মতো জিনিসটি দেওয়া হয়, হাতের কাছে সেটি থাকলে তা দিয়েও কাজ চালাতে পারেন।
শুধু ফোনের চার্জিং পোর্ট নয়, সি-টাইপ চার্জারের ক্যাবল বা তারের মুখে যে জ্যাকটি থাকে, তার মুখেও ময়লা জমতে পারে। সে ক্ষেত্রে শুধু চার্জিং পোর্টে নজর দিলে হবে না। কাঠি দিয়ে জ্যাকটিও পরিষ্কার করতে হবে।
এছাড়া প্রতিটি ফোনের জন্য নির্দিষ্ট চার্জার রয়েছে। ভুলবশত নিজের চার্জারটি বাড়িতে ফেলে এলে অন্যেরটি দিয়েই কাজ চালাতে হয়। দেখতে এক রকম হলেও সব ক্যাবলের চার্জ নেওয়ার বা সরবরাহ ক্ষমতা সমান নয়। সে ক্ষেত্রে ফোনে চার্জ হওয়া বেশ ঝক্কির।