Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টাইম ট্রাভেলার’ হওয়ার দিন আজ

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

কখনো কি ভেবেছেন— এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি মধ্যযুগের কোনো রাজ্যে আছেন? কিংবা হঠাৎ বুঝলেন আপনি ভবিষ্যতের কোনো শহরের নাগরিক, যেখানে গাড়ি উড়ছে, রোবট আপনাকে নাস্তা বানিয়ে দিচ্ছে? শুনতে অবাস্তব লাগলেও, ঠিক এমনই কল্পনার দুনিয়ায় ডুব দেয়ার জন্যই আছে একটি দিন— ‘Pretend to Be a Time Traveler Day’, যা বিশ্বে ৮ ডিসেম্বর পালন করা হয়।

এটি কোনো সরকারি বা ঐতিহাসিক দিবস নয়; বরং নিখাদ মজা, সৃজনশীলতা আর কল্পনাশক্তিকে জাগিয়ে তোলার এক দিন। স্রেফ ইচ্ছেমতো সময় ভেদ করে ভ্রমণ!

কে প্রথম এত মজার ভাবনা আনল?

২০০৭ সালে কয়েকজন মজা-প্রেমী ব্লগার মিলে দিবসটি শুরু করেন। তাদের ধারণা ছিল, জীবনে একটু ভিন্নতা আর তাজা মজা যোগ করতে মানুষকে ভিন্ন সময়ে ‘ভ্রমণকারী সেজে’ একটি দিন কাটাতে উৎসাহ দেওয়া যায়। ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া দিনটিকে আরও জনপ্রিয় করে তোলে। আজকাল যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে তরুণরা দিবসটিকে নিজেদের মতো করে উদযাপন করে।

বিজ্ঞাপন

কীভাবে পালন করা হয়?

এখানে কোনো আনুষ্ঠানিক নিয়ম নেই—নিয়ম একটাই: কল্পনার লাগাম ছেড়ে দাও!
অতীতে ভ্রমণকারী সাজা, কেউ কেউ প্রাচীন যুগের পোশাক পরে রাস্তায় বের হয়। ধরুন— কেউ রোমান সৈনিক হয়ে হেঁটে যাচ্ছে, কেউ মধ্যযুগীয় নায়কের মতো খাপ-খোলা তলোয়ার হাতে দাঁড়িয়ে! অনেকে আবার পুরোনো বাংলার চরিত্র হয়ে যায়—দ্বিখণ্ডিত পাঞ্জাবি, মোটা চশমা, হাতে লণ্ঠন—সবই চলে!

ভবিষ্যতের মানুষ সেজে মজা

ভবিষ্যতের পোশাক, রোবটীয় হাতভঙ্গি, অদ্ভুত ভাষা, কিংবা কারও সঙ্গে কথা বলার সময় এমন ভান করা— ‘আমি ২১২৫ সাল থেকে এসেছি। তোমাদের এই পুরোনো মোবাইল দেখে অবাক হচ্ছি!’

সোশ্যাল মিডিয়ায় ‘টাইম-হপ’ কনটেন্ট

অনেকে ১৮০০ সালের মতো ছবি তুলে পোস্ট করে। কেউ আবার ভবিষ্যতের কোনো কাল্পনিক শহরের গ্রাফিক ছবি বানিয়ে দেয়—যেন সে এখনই সেখান থেকে এসেছে!

কেন মানুষ দিবসটি পছন্দ করে?

চাপমুক্তি — দৈনন্দিন ব্যস্ততা থেকে সামান্য পাগলামো মানসিক আরাম দেয়।
সৃজনশীলতা বৃদ্ধি — পোশাক, স্টোরিলাইন, অ্যাক্টিং—সব মিলিয়ে দিনটি ছোট্ট একটি সৃজনশীল চ্যালেঞ্জ।
বন্ধুদের সঙ্গে মজার স্মৃতি — গ্রুপে পালন করলে হাস্যরসে ভরা গল্প তৈরি হয়।
কল্পনার স্বাধীনতা — বাস্তব নয়? সমস্যা নেই। এখানে সবই সম্ভব!

বাংলাদেশে কি পালন হয়?

এখনো তেমনভাবে নয়, কিন্তু সোশ্যাল মিডিয়া প্রজন্ম দিনটিকে ধীরে ধীরে নিজেদের মতো করে আবিষ্কার করছে। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটররা দিনটিকে মজার ভিডিও বানানোর ‘গোল্ডেন সুযোগ’ হিসেবে দেখে!

কিছু সহজ আইডিয়া

নিজেকে ভবিষ্যতের সময় ভ্রমণকারী ভেবে ছোট্ট একটি ভিডিও বানাতে পারেন।
পুরোনো কোনো সিনেমার চরিত্রে সাজুন।
বন্ধুদের সঙ্গে ‘টাইম-ট্রাভেল’ থিমে ফটোশুট করুন।
বা একদম সহজভাবে—ডায়েরিতে লিখে ফেলুন, আপনি কোন সময়ে যেতে চান এবং কেন।

শেষ কথা

জীবন সবসময় খুব গুরুতর হওয়া ঠিক না। মাঝে মাঝে একটু উল্টোপাল্টা ভাবা, সময়-স্থান ভেদ করে কল্পনার ঘোড়া ছুটিয়ে দেওয়া—এটাই ‘Pretend to Be a Time Traveler Day’-এর আসল আনন্দ।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

‘টাইম ট্রাভেলার’ হওয়ার দিন আজ
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর