Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার জিমেইল অ্যাড্রেস পরিবর্তনের সুযোগ দিচ্ছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫ ১৭:১৩

আমাদের দৈনন্দিন জীবনে ব্যক্তিগত বা অফিসের কাজে জিমেইল এখন বেশ অপরিহার্য। তবে একবার তৈরি করা জিমেইল ঠিকানা (Address) আর পরিবর্তন করা যেত না। অবশেষে সেই সীমাবদ্ধতা দুর করছে টেক জায়ান্ট গুগল। নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা তাদের বর্তমান অ্যাকাউন্টটি বজায় রেখেই ঠিকানা পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, নতুন করে কোনো গুগল অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে না।

গুগলের অভ্যন্তরীণ নথির সূত্রমতে, নতুন ঠিকানা নিলেও পুরোনো জিমেইল ঠিকানাটি সচল থাকবে। এর ফলে ব্যবহারকারীরা একই গুগল অ্যাকাউন্টের অধীনে একাধিক ঠিকানা ব্যবহারের সুবিধা পাবেন। এতে পুরোনো ঠিকানায় আসা মেইলগুলো হারানোর ভয় থাকবে না।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রাথমিকভাবে কাস্টম ডোমেইন ব্যবহারকারীদের জন্য এই সুবিধা ডানা মেললেও, গুগল জানিয়েছে সাধারণ ব্যবহারকারীরাও পর্যায়ক্রমে এই সুযোগ পাবেন। তবে বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য এটি কবে নাগাদ উন্মুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ এখনও জানায়নি প্রতিষ্ঠানটি।

ঠিকানা পরিবর্তনের পাশাপাশি জিমেইলে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর নতুন চমক। ‘হেল্প মি শিডিউল’ নামের এই ফিচারটি গুগলের শক্তিশালী এআই ‘জেমিনাই’ দিয়ে পরিচালিত। এটি ব্যবহারকারীর ক্যালেন্ডার এবং ই-মেইলের বিষয়বস্তু বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে মিটিং বা সভার সম্ভাব্য সময় প্রস্তাব করতে পারবে।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর