Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনীতির আকাশে নতুন নাম জাইমা রহমান

সানজিদা যুথী সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৪:১৬

বাংলাদেশের রাজনীতিতে কি নতুন কোনো অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে? সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে যে নামটি আলোচনায় উঠে এসেছে, তিনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর বাবার সঙ্গে লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এরপর থেকেই রাজনৈতিক মহলে তাকে ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

দেশে ফেরার পর থেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পাশে নিয়মিত দেখা যাচ্ছে জাইমা রহমানকে। দলীয় কর্মসূচি, গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ও রাজনৈতিক বৈঠকে তার উপস্থিতি চোখে পড়ার মতো। এতে প্রশ্ন উঠছে—তিনি কি শুধু পারিবারিক দায়িত্ব পালন করছেন, নাকি ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে যাচ্ছেন?

বিজ্ঞাপন

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাইমা রহমানের সম্পৃক্ততা হঠাৎ শুরু হয়নি। লন্ডনে অবস্থানকালেও তিনি তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। দলীয় বিভিন্ন সিদ্ধান্ত ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে নীরব হলেও সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এর একটি উদাহরণ হিসেবে উল্লেখ করা হচ্ছে গত বছর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তার অংশগ্রহণ। সেখানে বাবার প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে তিনি বিভিন্ন দেশের রাজনৈতিক ও সামাজিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। ওই অনুষ্ঠানে তার উপস্থিতি রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কাড়ে।

দেশে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টেও জাইমা রহমান তার অবস্থান স্পষ্ট করেন। সেখানে তিনি দাদির পাশে থাকার পাশাপাশি বাবার রাজনৈতিক পথচলায় সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এরপর থেকে বিএনপি চেয়ারপারসনের প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তার উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাক্ষাতে জাইমা রহমানের উপস্থিতিকে বিএনপির কূটনৈতিক রাজনীতির নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—জাইমা রহমান কি বেগম খালেদা জিয়ার শূন্য আসনে প্রার্থী হতে যাচ্ছেন? নাকি তিনি অন্য কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্বে আসবেন? যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রার্থী বা মন্ত্রী হওয়া না হওয়া বড় বিষয় নয়। বরং তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডে জাইমা রহমানের সক্রিয় উপস্থিতি বিএনপির ভেতরে নতুন নেতৃত্ব তৈরির ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতে তিনি কী ভূমিকা নেবেন, তা সময়ই বলে দেবে। তবে এটুকু স্পষ্ট—বিএনপির রাজনীতিতে জাইমা রহমান এখন আর উপেক্ষিত কোনো নাম নন।

সারাবাংলা/জিএস/এএসজি
বিজ্ঞাপন

আরো

সানজিদা যুথী - আরো পড়ুন
সম্পর্কিত খবর