Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজে নিজেই ইনস্টল হচ্ছে অ্যাপ? এখনই সাবধান হোন!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬ ১৫:৪৯

স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমরা দেখি, নিজের অজান্তেই ফোনে বিভিন্ন অপ্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড হয়ে যাচ্ছে। এসব অপ্রয়োজনীয় অ্যাপ কেবল ফোনের স্টোরেজ বা জায়গা দখল করে না, বরং আপনার ডিভাইসে ভাইরাস বা ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকিও বাড়িয়ে দেয়। মূলত বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপকে দেওয়া ‘অনুমতি’ বা পারমিশন থেকেই এই সমস্যার সৃষ্টি হয়।

আসুন জেনে নেই অটো-ডাউনলোড ও পারমিশন বন্ধ করার উপায়…

১. ফোনের Settings অপশনে যান।
২. সেখান থেকে Apps অথবা Manage Apps বিকল্পটি বেছে নিন।
৩. যে অ্যাপটি সন্দেহজনক মনে হচ্ছে বা পরিবর্তন করা প্রয়োজন, সেটিতে ট্যাপ করুন। (সব অ্যাপ দেখতে ‘See all apps’ অপশনে ক্লিক করুন)।
৪. এবার Permissions (অনুমতি) বিকল্পে ট্যাপ করুন।
৫. এখান থেকে অপ্রয়োজনীয় সব অনুমতি (যেমন: Install unknown apps) বাতিল বা ‘Don’t Allow’ করে দিন।

বিজ্ঞাপন

লোকেশন ও ক্যামেরা সুরক্ষা

আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে লোকেশন, ক্যামেরা এবং মাইক্রোফোনের অনুমতিও যাচাই করা জরুরি। অনেক অ্যাপ আপনি ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে এসব তথ্য সংগ্রহ করে। তাই সেটিংস থেকে ‘Only while using the app’ অপশনটি নির্বাচন করুন, যাতে অ্যাপটি বন্ধ থাকলে সেটি আপনার ক্যামেরা বা লোকেশন ব্যবহার করতে না পারে।

সতর্কতা: প্লে-স্টোর বা অফিশিয়াল সোর্স ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে পাওয়া লিঙ্ক বা ‘APK’ ফাইল ডাউনলোড করবেন না। এসব ফাইল থেকেই সাধারণত অটো-ইনস্টল হওয়ার মতো ম্যালওয়্যার ফোনে প্রবেশ করে।

পরিশেষ

স্মার্টফোনের সুরক্ষা অনেকাংশেই ব্যবহারকারীর সচেতনতার ওপর নির্ভর করে। নিয়মিত অ্যাপ পারমিশন চেক করা এবং অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দেওয়ার মাধ্যমে আপনি আপনার ফোনকে ভাইরাস ও হ্যাকিং থেকে মুক্ত রাখতে পারেন।

সারাবাংলা/এনএল/এএসজি