Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াই-ফাই কি হ্যাক হতে পারে? জানুন নিরাপদ থাকার সহজ উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬ ১৮:৪২

বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব গুরুত্বপূর্ণ কাজ-ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে অফিসের গোপন নথিপত্র আদান-প্রদান,সবই চলে ঘরের ওয়াই-ফাই নেটওয়ার্কের ওপর ভিত্তি করে। তবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকলে আপনার এই ব্যক্তিগত নেটওয়ার্কটিই হয়ে উঠতে পারে সাইবার অপরাধীদের প্রবেশপথ।

তবে রাউটারের সামান্য কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমেই এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। আসুন জানেন নেই ওয়াই-ফাই সুরক্ষিত রাখার নানা উপায়…

১. শক্তিশালী পাসওয়ার্ড ও এনক্রিপশন

সহজ পাসওয়ার্ড (যেমন: জন্মতারিখ বা মোবাইল নম্বর) হ্যাকাররা সহজেই ভেঙে ফেলতে পারে। বিশেষজ্ঞরা কমপক্ষে ২০ অক্ষরের দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিচ্ছেন, যেখানে বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের মিশ্রণ থাকবে। এছাড়া রাউটারের সেটিংসে গিয়ে অবশ্যই WPA2 বা WPA3 এনক্রিপশন চালু রাখতে হবে।

বিজ্ঞাপন

২. নেটওয়ার্ক নাম বা SSID পরিবর্তন

রাউটারের ডিফল্ট নাম (যেমন: TP-Link বা D-Link) পরিবর্তন করে দিন। কারণ ব্র্যান্ডের নাম দেখে হ্যাকাররা সহজেই রাউটারের দুর্বলতা বুঝে ফেলে। নেটওয়ার্কের নাম এমন দিন যা দেখে আপনার পরিচয় বা রাউটারের ব্র্যান্ড বোঝা না যায়। এছাড়া নেটওয়ার্ক নাম ‘ব্রডকাস্ট’ অপশনটি বন্ধ রাখলে আপনার ওয়াই-ফাইটি অন্যদের তালিকায় দেখাবে না, যা নিরাপত্তাকে আরও বাড়িয়ে দেবে।

৩. ফার্মওয়্যার আপডেট ও ফায়ারওয়াল

রাউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিয়মিত নিরাপত্তা ত্রুটি সংশোধনের জন্য ‘ফার্মওয়্যার আপডেট’ প্রকাশ করে। আপনার রাউটারটি নিয়মিত আপডেট করুন। সেই সাথে রাউটারের বিল্ট-ইন ফায়ারওয়াল (Firewall) অপশনটি সচল আছে কি না তা নিশ্চিত করুন।

৪. পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্কতা

বাইরে গিয়ে ফ্রি বা পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই নেটওয়ার্কগুলো ব্যবহার করে হ্যাকাররা সহজেই আপনার ফোনের তথ্য চুরি করতে পারে। তাই জনসমাগমস্থলে ওয়াই-ফাই ব্যবহারের সময় অবশ্যই একটি নির্ভরযোগ্য VPN ব্যবহার করা উচিত।

সতর্কতা: কখনও অপরিচিত কাউকে আপনার ওয়াই-ফাই পাসওয়ার্ড দেবেন না। প্রয়োজনে অতিথিদের জন্য রাউটারে থাকা ‘গেস্ট নেটওয়ার্ক’ (Guest Network) অপশনটি ব্যবহার করুন। মনে রাখবেন, আপনার নেটওয়ার্ক ব্যবহার করে কেউ কোনো অপরাধ করলে তার দায়ভার আপনার ওপরেই বর্তাতে পারে।

পরিশেষ: ওয়াই-ফাই নিরাপত্তা কেবল আপনার ইন্টারনেট ব্যবহারের বিষয় নয়, এটি আপনার ডিজিটাল জীবনের সুরক্ষার সাথে জড়িত। একটু সচেতনতা এবং রাউটারের সঠিক সেটিংস আপনাকে বড় ধরনের আর্থিক ও সামাজিক ক্ষতি থেকে রক্ষা করতে পারে।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর