আপনার হোয়াটসঅ্যাপে কি হুটহাট অপরিচিত আন্তর্জাতিক নম্বর থেকে অডিও বা ভিডিও কল আসছে? বিশেষ করে নম্বরটি যদি শুরু হয় +৯২ (পাকিস্তান), +৮৪ (ভিয়েতনাম), +২৫১ (ইথিওপিয়া) কিংবা +৬২ (ইন্দোনেশিয়া) দিয়ে, তবে সাবধান! পরিচিত কেউ দেশের বাইরে না থাকলেও এমন কল দেখে কৌতূহলী হয়ে রিসিভ করলেই আপনার ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট পড়তে পারে চরম ঝুঁকিতে।
সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এটি আন্তর্জাতিক হ্যাকিং চক্রের একটি বড় ফাঁদ। কেবল একটি কল রিসিভ করার মাধ্যমেই আপনার স্মার্টফোনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারদের হাতে।
হ্যাকাররা যেভাবে আপনাকে টার্গেট করে
১. ম্যালওয়্যার অ্যাটাক: কল রিসিভ করার সাথে সাথে উন্নত স্পাইওয়্যার ব্যবহার করে হ্যাকাররা আপনার ফোনের গ্যালারি, কন্টাক্ট লিস্ট এবং মেসেজের নিয়ন্ত্রণ নিতে পারে।
২. স্ক্রিন শেয়ারিং স্ক্যাম: ভিডিও কলে সুকৌশলে আপনাকে দিয়ে ‘স্ক্রিন শেয়ার’ অপশনটি চালু করিয়ে নেওয়া হয়। এতে আপনার ফোনে আসা ব্যাংকিং ওটিপি (OTP) বা পাসওয়ার্ড হ্যাকাররা সরাসরি দেখে ফেলে।
৩. ডিপফেক ও ব্ল্যাকমেইল: ভিডিও কল রিসিভ করলে আপনার চেহারা রেকর্ড করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক (Deepfake) প্রযুক্তির মাধ্যমে আপত্তিকর ভিডিও তৈরি করা হয়। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বড় অঙ্কের টাকা দাবি করা হয়।
সুরক্ষিত থাকতে হোয়াটসঅ্যাপের জরুরি সেটিংস
ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে হোয়াটসঅ্যাপে রয়েছে ‘Silence Unknown Callers’ নামক একটি শক্তিশালী ফিচার। এটি চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
* আপনার ফোনের WhatsApp ওপেন করে Settings-এ যান।
* সেখান থেকে Privacy অপশনটি সিলেক্ট করুন।
* নিচে স্ক্রল করে Calls অপশনে ট্যাপ করুন।
* এবার ‘Silence Unknown Callers’ অপশনটি চালু (On) করে দিন।
উপকারিতা: এই সেটিংসটি চালু থাকলে অপরিচিত নম্বর থেকে কল এলে আপনার ফোন বাজবে না। ফলে ভুল করে কল রিসিভ হওয়ার ভয় থাকবে না। তবে আপনি পরে কল লিস্টে দেখতে পাবেন কে কল করেছিল।