Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুখের খোঁজে একটি দিন!


৮ আগস্ট ২০১৮ ১৯:০২

।। বিচিত্রা ডেস্ক।।

মানুষ সারা জীবন কাটিয়ে দেয় সুখের খোঁজে।  সেই মান্না দে’র গানের মতো, সবাই তো সুখি হতে চায়..। মানুষ আশায় আশায় থাকে, কবে সেই সুখ পাখির দেখা পাবে। তো এমন একদম মানুষ হচ্ছে ‘সিক্রেট সোসাইটি অব হ্যাপি পিপল’; দলের কী নাম রে বাব্বা!

যাক দলের নাম সুখি মানুষদের গোপন সংগঠন হলেও আসলে তারা এমন না। তারা সবাইকে জানিয়ে সুখি হয়। আর সবাইকে জানাতে চায়, এমন একটা দিন থাকা উচিত যেদিন খামাখাই সুখি হওয়া যায়, কারণ জীবনে সুখের ঘটনা এমনি এমনিই ঘটে।  সেই লক্ষ্যে তারা ১৯৯৯ সালে তারা একটা দিন তৈরি করে, যেদিন সবাইকে স্বীকার করতে হবে জীবন সুখের। কারণ আমরা যদি স্বীকার করি জীবনে আনন্দের ঘটনা ঘটবে, তাহলে জীবনে আনন্দের ঘটনা ঘটবেই। এমনটাই বিশ্বাস তাদের।

তো সুখ-খুশি স্বীকার করার পরে কী হবে, অন্যদের খুশি করতে হবে না? এইটাই হচ্ছে এইদিনের মূল কথা। খুশি খুশি মুখ করে অন্যকেও খুশি করতে হবে। এর আরেকটা উদ্দেশ্যও আছে কিন্তু। সুখি মানুষদের গোপন দল চায় আমরাও তাদের দলে যোগ দেই। ঠিক আছে তারা কোথায় থাকে আমরা কেউ জানি না, তাহলে কীভাবে যোগ দিব?

ইশ! খুব সহজ তো, এখনও বুঝতে পারেননি? আমাদের মনের ভেতরে যে আনন্দের ঘটনাগুলো লুকিয়ে আছে সেগুলো করে ফেললেই তো হয়ে যাবে। অথবা এমন কিছু তৈরি করতে হবে যা আমাদের আনন্দ দেয়, অন্যদেরকেও আনন্দিত করে। সুখী করে।

আজ ৮ অগাস্ট হচ্ছে সেই মহার্ঘ্য দিন, যেদিন সুখকে খুঁজে বের করতে হবে। শুধু সুখকে খুঁজে বের করলে হবে না। সেই সুখগুলোকে লালন করতে হবে। তাকে বাড়াতে হবে। আর সেই আনন্দ দিয়ে অন্যদেরও মুখেও হাসি ফুটিয়ে দিতে হবে।

সবাই মনের সব কষ্ট, হতাশা, হিংসা ঝেড়ে আনন্দিত বোধ করলে তবেই না দিনটা সফল। মজার না দিনটা? তাহলে এখন আমরাও পালন করে ফেলি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএ/এসবি

বিজ্ঞাপন

রাঙ্গামাটিতে বাস উল্টে আহত ১৫
২৯ নভেম্বর ২০২৪ ১২:২৯

আরো

সম্পর্কিত খবর