Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীল ধূসর ক্যানভাসে


২০ আগস্ট ২০১৮ ১০:৩৮

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।। 

শরৎ আর শ্রাবণের হাড্ডাহাড্ডি যুদ্ধ হচ্ছে। শ্রাবণ তো আকাশ ছাড়বেই না, ওদিকে শরৎ কি আর নিজের সময় ছাড়বে নাকি, ইশ বললেই হলো?

আকাশে তাই সব রঙ আছে। শরতের ফিরোজা রঙ, সাদা পেঁজা মেঘ, কিছু ধূসর মেঘ। সব মিলিয়ে এক দারুণ সুন্দর ক্যানভাস।

এই ক্যানভাস আজকের আবহাওয়ার পুরো বার্তা বলে দেয়। আজ একটু বৃষ্টি হবে, একটু মেঘের ছায়া থাকবে। একটু রোদও থাকবে। সব মিলিয়ে ভীষণ উপভোগ্য দিন।

তবে আপনার মনে যদি ইতিমধ্যে কোনো ক্ষত তৈরি হয়ে থাকে এই আবহাওয়া আপনাকে কোনো আরাম দেবে না। হুম, কী আর করা! শুধু চেষ্টা করুন এই আবহাওয়া যেন জীবনের ক্ষত আরও না বাড়ায়। একটা দিন ধাতস্থ হওয়ার সময় নিন। এরপর নিজেই নিজের ক্ষয় পূরণ করতে পারবেন।

শুভ হোক দিনটি।

সারাবাংলা/এমএ

 

মেঘ শরৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর