মেঘহীন বিরান আকাশে
২১ অক্টোবর ২০১৮ ১০:০৯
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
আজকের খবর হচ্ছে, আজকে আকাশে কোনো মেঘ নেই। উত্তর দিকে নেই, দক্ষিণ দিকে নেই পূর্ব দিকে নেই পশ্চিম দিকেও নেই। সারাদিনে আকাশে কখনও ১০ শতাংশ বা তারও নিচে মেঘ দেখা যাবে। মাঝে মধ্যে ৭০ শতাংশ হতে পারে তবে সেটা খুবই বিরল আর খুব দ্রুত কেটেও যাবে।
আকাশে যে মেঘ থাকে তা কিন্তু শুধু বৃষ্টির না। মেঘ একটা সহায় যে সূর্যের থেকে বাঁচিয়ে রাখে আবার মেঘ একটা আশ্বাসও। বলে যে, কী হয়েছে জীবন অনেক তপ্ত তো? আমি তো আছি, আমি টুপ করে ঝরে পড়ে সব ঠাণ্ডা করে দিবো- তো মেঘ ছাড়া দিন একটু অসহায় তো বটেই।
মেঘ নেই ওদিকে আকাশে আজ ৩২ ডিগ্রি সেলসিয়াসের তপ্ত সূর্য। অতিবেগুনী রশ্মিও একদম তুঙ্গে আছে, বৃষ্টির তো নাম বংশ পরিচয়ও নেই। তাহলে আজকের দিনটা কেমন যাবে?
প্রতিটি দিনের শেষে একটা রাত আসে আর প্রতিটা রাতের শেষে একটা দিন। যখন যেটা খারাপ লাগে অন্যটায় অদল বদল করে দিন পার করে নেয়া যায়। আজকে রাতেও এমনটাই হবে। আকাশে মেঘ নেই, ওদিকে শুক্ল পক্ষের চাঁদ। এরকম সুন্দর একটা রাতের প্রত্যাশায় কাটিয়েই দেয়া যায় এক একটা অনন্ত শূন্য দিন।
ভালো কাটুক আজকের দিনটি।
সারাবাংলা/এমএ