যে দিন শুষে নেয়!
২৫ অক্টোবর ২০১৮ ১০:১৭
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
ইংরেজি ভাষায় একটা ব্যঙ্গাত্মক অভিব্যাক্তি আছে, sucks। কোনো কিছু যখন জীবনের সব প্রাণশক্তি ভ্যাম্পায়ারের মতো শুষে নিয়ে যায় তখন রেগে মেগে গালি দিয়েই লোকে এটা বলে। আমাদের আজকের আবহাওয়া ঠিক এমনই, sucks।
আজকে আকাশে কখনও শূন্য কখনও ৩০ শতাংশ মেঘ থাকবে। তার সঙ্গে তাল রেখে বাতাসের আর্দ্রতাও একদম কমের দিকে। এমনকি সন্ধ্যা নামলেও খুব যে আর্দ্রতা আসবে তাও না। বিষয়টা জটিল কারণ একে তো পানির যোগান নেই ওদিকে যদি পানি শোষণও বেশি হয় ত্বক, চুল এগুলো বটেই গাছ পাতারও জীবন সংশয় হয়।
শুষ্কতার গল্প এখানেই শেষ নয়। কারণ মেঘ না থাকায় সূর্যও ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিবে। ফলে শোষণ বাড়বে, কমবে না। তো আজকের সারাদিন আবহাওয়ার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো শোষণ সহ্য করতে হবে।
এই শোষণের মধ্যেও টিকে থাকতে হবে, একটা শিশির ফোঁটা’র জন্য। সেই শিশির ফোঁটা পাওয়া মাত্র মাথা তুলে দাঁড়াতে হবে। এগিয়ে যেতে হবে।
শুভ হোক সপ্তাহের শেষ দিনটি।
সারাবাংলা/এমএ