৩ বছর ধরে লাশটি তার রুমে পড়ে ছিল!
২৪ নভেম্বর ২০১৯ ২০:৪৭
যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে এক মার্কিন নেভি ভেটেরানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রোনাল্ড ওয়াইন হোয়াটস। ধারণা করা হচ্ছে অ্যাপার্টমেন্টে তার মৃতদেহটি ৩ বছর ধরে পড়েছিল। খবর বিবিসির।
ওই ভবনের অন্য একটি অ্যাপার্টমেন্টে তদন্ত করতে গিয়ে হোয়াটস এর মৃতদেহটির খোঁজ পাওয়া যায়। রান্নাঘরে তার দেহাবশেষ পড়ে ছিল।
মার্কিন নেভি থেকে বিদায়ের পর হোয়াটস সামরিক বাহিনীর ঠিকাদার হিসেবে কাজ করছিলেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তিনি একাই থাকতেন।
তার মা ডোরিস স্টিভেন্স থাকেন নিউ ইয়র্কে। তিনি জানান, তার ছেলে তাকে প্রায় দেখতে আসত। তবে তিন বছর ধরে যোগাযোগ বন্ধ রয়েছে।
ডোরিস স্টিভেন্স অভিযোগ করেন বিভিন্ন সংস্থার কাছে তিনি তার সন্তানের তথ্য জানতে চেয়েছেন। তবে তাকে কিছু জানানো হয়নি।
স্থানীয় এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পৃথিবীতে এটা কিভাবে সম্ভব; আমার সন্তান অ্যাপর্টমেন্টে মরে পড়ে ছিল তবে তা কেউ জানত না। তাকে খুঁজে পেতে আমাকে কেউ সাহায্য করেনি।