Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি হবে, বৃষ্টি


২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৬

ফাল্গুনের ১১ তারিখ আজ। তবে শীতের আমেজ পুরোপুরি শেষ হয়ে যায়নি। অন্তত সকালবেলায়ে সেটা টের পাওয়া যায়। না, শীত পোশাক হয়তো লাগে না। কিন্তু বেশ আরাম লাগে, হাঁটতেও ভালো লাগে। কষ্ট করে ঘুম থেকে উঠে বাইরে বের হওয়াটা স্বার্থক মনে হয়।

আবহাওয়া অফিসে ফোন করে জানা গেল এমন নরম আবহাওয়ার কারণ। আর সেটা হলো, দেশের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। ঢাকাতেও হতে পারে যে কোনো সময়। বিশেষ করে সন্ধ্যার পর।

আবহাওয়াবিদ হাফিজুর রজমান বললেন, আজ, কাল, পরশু-এই তিনদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে। সেই বৃষ্টি কিন্তু ঝিরঝির করে পড়বে না। রীতিমতো বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন তিনি। সঙ্গে থাকবে বাতাসও।

অবশ্য, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সেই বাতাসের দেখা পেয়ে গেছেন রাজধানীবাসী। এখন কেবল বৃষ্টির অপেক্ষা।

তো আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখেই দিনের কার্যসূচি তৈরি করতে হবে। ব্যাগে রাখতে হবে ছাতা বা বর্ষাতি। আর একটা ছোট তোয়ালে। যেন হুটহাট ভিজে গেলেও মুছে ফেলা যায়।

এই সময়টা শিশুদের সাবধানে রাখতে হবে। বাইরে কোথাও তাদের নিয়ে গেলে বাড়তি একসেট পোশাক নিয়ে নিন, বিপদে পড়তে হবে না।

তো, আজ এটুকুই।

সবাই ভালো থাকুন।

আবহাওয়া বৃষ্টি

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর