Sunday 01 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাধা ও হাতি কেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রতীক?

ফিচার ডেস্ক
৩ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

গাধা ও হাতি- যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী প্রতীক

গাধা ও হাতি- যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী প্রতীক। গণতান্ত্রিক এ দেশটিতে নির্বাচনের মৌসুমে গাধা আর হাতির ছবিতে ভরে যায় রাস্তা। প্রথম দর্শনে এই দুই প্রতীক কিছুটা অদ্ভুতুড়ে লাগলেও এর পেছনে আছে দুটি ঐতিহাসিক ঘটনা। প্রথম ঘটনাটি ডেমোক্রেটির পার্টির গাধা প্রতীককে ঘিরে।

গাধা ও হাতি- যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী প্রতীক

গাধা ও হাতি- যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী প্রতীক

আমেরিকার ডেমোক্রেটিক পার্টি বিশ্বের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দলের একটি, যারা এখনও সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত। দলটি এর আগে বিভিন্ন রূপে থাকলেও ১৮২৮ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই ডেমোক্রেটিক পার্টি থেকে আমেরিকার সপ্তম প্রেসিডেন্ট নির্বাচিত হন অ্যান্ড্রু জ্যাকসন। তো জ্যাকসন যখন নির্বাচনী প্রচারে নামেন তখন প্রচারণার সময়ে বিরোধীরা তাকে মজা করে জ্যাকসন না ডেকে জ্যাকঅ্যাস বলে সম্বোধন করত। সে সময় বিরোধী শিবির থেকে প্রচারণা হয়েছিল, অ্যান্ড্রু জ্যাকসনের চরিত্র অনেকটা গাধার মতোই একগুঁয়ে এবং পরিশ্রমী। জ্যাকসন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও এই প্রচারণাটি চালু ছিল। প্রথমদিকে বিরোধীশিবিরের এই প্রচারণায় জ্যাকসনের কোনও সাড়া না থাকলেও নিজেকে ক্রমাগত গাধার সঙ্গে তুলনা হতে দেখে রেগে না গিয়ে নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট জ্যাকসন কৌতুক করে গাধার প্রতি নিজের ভালোবাসা প্রদর্শন করা শুরু করেন।

বিজ্ঞাপন
গাধা ও হাতি- যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী প্রতীক

গাধা ও হাতি- যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী প্রতীক

প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের সময়েই যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শুরুর একটা ডামাডোল চলছিল। ওই সময় একজন কার্টুনশিল্পী তার মাথাটা একটি গাধার শরীরের ওপর বসিয়ে কার্টুন আঁকেন। অবশিষ্ট রাজনৈতিক জীবনে অ্যান্ড্রু জ্যাকসনকে এই গাধার ছায়া বহন করতে হয়। আর এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের অবসানের পর ডেমোক্র্যাট দলীয় অন্য নেতাদেরও প্রতীক হয়ে ওঠে গাধা।

বিজ্ঞাপন

অপরদিকে ১৮৫৪ সালে আমেরিকান রিপাবলিকান পার্টির জন্ম। আর দলটি থেকে প্রথম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন অনেক কারণে বিশ্বে পরিচিত, যার মধ্যে একটি হলো দেশটি থেকে দাসপ্রথা বিলোপের মতো মানবিক একটি সিদ্ধান্ত নেওয়া। অথচ এই দাসপ্রথা বিলোপের কারণে আমেরিকায় একটা গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এই যুদ্ধে রিপাবলিকান পার্টির হয়ে যারা যুদ্ধ করেছিল, সেই সৈনিকদের হাতির সঙ্গে তুলনা করে গৃহযুদ্ধের সময় কার্টুন আঁকা হয়। আর সেই থেকে রিপাবলিকানদের সঙ্গে হাতি প্রতীক যুক্ত হয়ে যায়।

গাধা ও হাতি- যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী প্রতীক

গাধা ও হাতি- যুক্তরাষ্ট্রের দুই নির্বাচনী প্রতীক

তবে এটি ঠিক কালের বিবর্তনে এই দুই ঐতিহাসিক ও ব্যতিক্রমী নির্বাচনী প্রতীকের ব্যাখ্যাও বিভিন্নজন বিভিন্নভাবে পরিবর্তন করেছে। শতাব্দী প্রাচীন এই প্রতীক দুটিকে ঘিরে একসময় আলোড়ন তৈরি করেছিলেন কার্টুনিস্টরা। সতেরশ এবং আঠারোশ শতাব্দীতে যুক্তরাষ্ট্রের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল কার্টুন বা ব্যাঙ্গচিত্র। সে সময়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক কার্টুন নিয়ে মানুষ খুব চুলচেরা বিশ্লেষণ করত। কার্টুনের মাধ্যমে প্রেরিত বার্তা কখনও হতো বেশ কঠোর ও অর্থবহ, আবার কখনও হতো হালকা কৌতুকের বিষয়। এসব কার্টুন ইতিবাচক বা নেতিবাচক—উভয় অর্থেই ব্যবহৃত হতো। আর তাই কার্টুনিস্টদের ভাবনায় গাধা কখনও কষ্টসহিষ্ণুতার প্রতীক হয়ে দেখা দিল। কখনও আবার গাধাকে হাস্যরস বা বোকার প্রতীক হিসেবেও দেখানো হল। যেমন হাতিকে কখনও দেখানো হয়েছিল শক্তিশালী, মহান কিছু; আবার কখনও গতিহীন, বিদঘুটে কিছুর প্রতীক। কখনও আবার স্থিতিশীলতার স্তম্ভ অথবা প্রেসিডেন্টের বাহনের প্রতীক হিসেবেও দেখানো হতে লাগল।

হারপার উইকলিতে টমাস ন্যাস্টের আঁকা কার্টুন

হারপার উইকলিতে টমাস ন্যাস্টের আঁকা কার্টুন

আঠারোশ শতকে গাধা ও হাতিকে প্রধান রাজনৈতিক দল দুটোর প্রতীক হিসেবে জনপ্রিয় করাতে ভূমিকা রাখা একজন কার্টুনিস্টের নাম টমাস ন্যাস্ট। তিনি ছিলেন হারপার উইকলি নামে একটি পত্রিকার কার্টুনিস্ট। সাপ্তাহিক এই পত্রিকাটি কার্টুনের মাধ্যমে রাজনীতিবিদদের এমনভাবে উপস্থাপন করত যা আপাতদৃষ্টিতে অশ্লীল বা নোংরা মনে হতো। ১৮৭৪ সালে থমাস ন্যাস্ট হাতিকে রিপাবলিকানদের প্রতীক হিসেবে উপস্থাপন করেন। তিনি তার কার্টুনে দেখান, সিংহের চামড়া পিঠে চাপিয়ে একটি গাধা বনের সব প্রাণীকে ভয় দেখাচ্ছে। সিংহের ছদ্মবেশে থাকা সেই গাধাকে দেখে সবাই ভয়ে পালাচ্ছে। কিন্তু সবাই ভয়ে পালালেও বনে একটি হাতি স্থির ও অচঞ্চল গাধাটির সামনে। হাতির এই নির্ভীক বিষয়টাই প্রতিকী অর্থে তুলে ধরেন কার্টুনশিল্পী। এভাবে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের জনগণের কাছে প্রধান দুই রাজনৈতিক দলের বাহন দুটি আস্তে আস্তে পরিচিত হয়ে ওঠে।

সারাবাংলা/এসবিডিই

গাধা ও হাতি কেন যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রতীক? ফিচার বিচিত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর