‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৬ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৪
বসন্তের প্রথম দিনে আজ বিশ্ব ভালোবাসা দিবস। তাই আনন্দটাও অন্য যেকোনো দিনের চেয়ে বেশি।
এ দিনে রঙিন সাজে সেজেছে সকল শ্রেনিপেশার মানুষ। বড়দের সঙ্গে শিশুরাও সেজেছে বসন্ত সাজে। ছবিগুলো চট্টগ্রাম পাহাড়তলী শেখ রাসেল পার্ক, সিআরবি ও আন্দরকিল্লা সিটি কপোরেশন চত্তর থেক ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।
টপ নিউজ পহেলা বসন্ত ফাল্গুন-ভ্যালেন্টাইনের কালেকশন ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন ডে