Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন মানুষ প্রকাশ্যে আত্মহত্যা করতে চায়

লাইফস্টাইল ডেস্ক
১১ অক্টোবর ২০২৫ ১৪:২২

আত্মহত্যা একটি অত্যন্ত সংবেদনশীল ও জটিল মানসিক অবস্থা। বেশিরভাগ মানুষ নীরবে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছু মানুষ প্রকাশ্যে আত্মহত্যা বেছে নেয়। এর পেছনে থাকে নানা সামাজিক, মানসিক ও ব্যক্তিগত কারণ।

মানসিক যন্ত্রণার প্রকাশ

অনেক সময় মানুষ দীর্ঘদিনের মানসিক চাপ, হতাশা বা বিষণ্নতা সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। প্রকাশ্যে আত্মহত্যা করা একধরনের চরম প্রতিবাদের বা যন্ত্রণার প্রকাশ হতে পারে।

দৃষ্টি আকর্ষণের ইচ্ছে

প্রকাশ্যে আত্মহত্যা অনেক সময় সমাজ বা প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণের উপায় হিসেবে দেখা যায়। তারা হয়তো মনে করেন, এভাবে করলে তাদের কষ্ট বা সমস্যা সবাই গুরুত্ব দিয়ে বুঝবে।

বিজ্ঞাপন

সামাজিক প্রতিবাদ

কখনো কখনো মানুষ প্রকাশ্যে আত্মহত্যা করে সমাজ, রাষ্ট্র বা নির্দিষ্ট কোনো ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। এটি একধরনের চূড়ান্ত বার্তা বা প্রতিক্রিয়া।

সহানুভূতি ও দায়বদ্ধতা তৈরি

প্রকাশ্যে আত্মহত্যা অনেক সময় চারপাশের মানুষ বা সমাজের ওপর দায়বোধ তৈরি করার জন্যও ঘটে। যেন মানুষ বুঝতে পারে—এই মৃত্যুর পেছনে কষ্ট বা অবিচারের বড় কারণ রয়েছে।

মানসিক রোগ বা বিভ্রান্তি

বিষণ্নতা, মানসিক অসুস্থতা বা অস্থিরতার কারণে মানুষ সুস্থভাবে সিদ্ধান্ত নিতে পারে না। ফলে তারা এমন জায়গায় বা পরিস্থিতিতে আত্মহত্যা করে যেখানে তা সবার নজরে আসে।

শেষকথা

প্রকাশ্যে আত্মহত্যা মূলত একটি চরম মানসিক সংকটের বহিঃপ্রকাশ। এমন অবস্থায় ব্যক্তিকে দোষারোপ না করে তার সমস্যার উৎস খুঁজে বের করা এবং মানসিক সহায়তা দেওয়া জরুরি। সমাজ, পরিবার ও বন্ধুরা সচেতন হলে অনেক জীবন হয়তো বাঁচানো সম্ভব।

সারাবাংলা/এফএন/এএসজি

আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর