Thursday 13 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো স্ত্রী— নেই মাপকাঠি, আছে ভালোবাসা ও বোঝাপড়া

ফারহানা নীলা
১৩ নভেম্বর ২০২৫ ১৬:৫৫

বিয়ে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, এটি দুইটি মন, দুইটি জীবন এবং দুইটি পরিবারের মিলন। একজন ভালো স্ত্রী এই সম্পর্ককে শুধু সুন্দরই করেন না, স্থায়িত্বও দেন। তিনি সংসারের আলো, শান্তির প্রতীক এবং স্বামীর জীবনের নির্ভরযোগ্য সঙ্গী। তবে ‘ভালো স্ত্রী’ হওয়া মানে নিখুঁত হওয়া নয়— বরং আন্তরিকতা, সহমর্মিতা এবং ভারসাম্যের সংমিশ্রণ।

বোঝাপড়া ও সহানুভূতি

একজন ভালো স্ত্রী স্বামীর সুখ-দুঃখ বোঝেন। তিনি জানেন, জীবনে সব দিন এক রকম যায় না। কখনো কথার বদলে নীরব সমর্থনই সবচেয়ে বড় প্রেরণা। সহানুভূতিশীল নারী পরিবারে এমন এক আবহ তৈরি করেন, যেখানে সবাই নিরাপদ বোধ করে।

বিজ্ঞাপন

খোলামেলা যোগাযোগ

ভালো সম্পর্কের মূল চাবিকাঠি হলো কথা বলা ও শোনা। একজন ভালো স্ত্রী নিজের অনুভূতি প্রকাশ করেন, আবার মনোযোগ দিয়ে শোনেনও। তিনি কোনো ঝামেলা হলে তা জমতে দেন না; বরং ভালোভাবে আলোচনা করে সমাধান খোঁজেন।

ধৈর্য ও সহনশীলতা

প্রতিটি দাম্পত্য জীবনে মতভেদ থাকবে। কিন্তু যে নারী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন, তিনি সংসারকে ঝড় থেকে বাঁচাতে পারেন। তিনি জানেন কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়।

আত্মনির্ভরতা ও আত্মসম্মান

ভালো স্ত্রী মানে শুধু গৃহকোণ নয়— তিনি নিজের পরিচয়ে আত্মবিশ্বাসী। হয়তো তিনি পেশাজীবী, হয়তো গৃহিণী, কিন্তু যাই হোন না কেন, তিনি জানেন তার মূল্য। এই আত্মসম্মানই তাকে করে আরও প্রিয়, আরও অনুপ্রেরণাদায়ী।

ছোট ছোট ভালোবাসার প্রকাশ

ভালো স্ত্রী কখনো ভালোবাসা প্রকাশে কৃপণ নন। কখনো এক কাপ গরম চা, কখনো ক্লান্ত স্বামীর পাশে নীরবে বসে থাকা— এই ছোট ছোট কাজেই প্রকাশ পায় গভীর স্নেহ। ভালোবাসার এসব স্পর্শ সংসারে আনে প্রাণচাঞ্চল্য।

জীবনের সঙ্গী, প্রতিযোগী নয়

একজন আদর্শ স্ত্রী স্বামীকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং সঙ্গী হিসেবে দেখেন। তিনি স্বামীর সাফল্যে আনন্দ পান, ব্যর্থতায় পাশে থাকেন। দুজনের সম্পর্ক যেন একে অপরের ‘শক্তি’ হয়ে ওঠে— এই ভাবনাটিই তাকে করে তোলে সত্যিকারের সঙ্গিনী।

শেষ কথা

ভালো স্ত্রী হওয়া কোনো ‘পারফেক্ট’ নিয়মের ব্যাপার নয়। এটি হলো বোঝাপড়া, শ্রদ্ধা, এবং ভালোবাসার ভারসাম্য। একজন নারী যখন নিজেকে ভালো রাখেন, নিজের প্রতি শ্রদ্ধাশীল হন— তখনই তিনি স্বাভাবিকভাবেই হয়ে ওঠেন ভালো স্ত্রী।

কারণ, ভালো স্ত্রী মানেই ভালো মানুষ— যিনি ভালোবাসেন, বোঝেন, আর সবার জীবনকে একটু সুন্দর করে তোলেন।