Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীরা কেন বিবাহিত পুরুষদের প্রতি আকৃষ্ট হয়?

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ১৬:৩০

‘সে তো বিবাহিত’- এই একটি বাক্য অনেক সম্পর্কের শুরুতেই প্রশ্নচিহ্ন এঁকে দেয়। তবু বাস্তব জীবনে দেখা যায়, কিছু নারী অজান্তেই বিবাহিত পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এটি কি নৈতিক বিচ্যুতি, নাকি মানব মনের জটিল বাস্তবতা? এই ফিচারে বিচার নয়, বোঝার চেষ্টা।

নিরাপত্তা ও স্থিরতার অনুভূতি

বিবাহিত পুরুষদের অনেকেই জীবন ও ক্যারিয়ারে তুলনামূলকভাবে স্থিতিশীল। কথা বলার ভঙ্গি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিংবা আচরণে একধরনের পরিপক্বতা থাকে। অনেক নারীর কাছে এই স্থিরতা নিরাপত্তার প্রতীক হয়ে ওঠে—যা অবচেতনভাবে আকর্ষণ তৈরি করে।

‘ভ্যালিডেটেড’ পুরুষ মানেই আকর্ষণীয়?

বিজ্ঞাপন

মনোবিজ্ঞানে একটি ধারণা আছে – Social Proof। অর্থাৎ, সমাজ বা অন্য কেউ যাকে গ্রহণ করেছে, তাকে আমরা বেশি মূল্যবান মনে করি। একজন পুরুষ যখন বিবাহিত, তখন কিছু নারীর কাছে তিনি ‘পরীক্ষিত ও গ্রহণযোগ্য’ বলে মনে হতে পারেন।

আবেগী শূন্যতা ও বোঝাপড়ার খোঁজ

সব আকর্ষণ রোমান্টিক বা শারীরিক নয়। অনেক সময় একজন নারী কেবল একজন মনোযোগী শ্রোতা, বোঝার মানুষ খুঁজছেন। কর্মক্ষেত্র বা সামাজিক পরিসরে বিবাহিত কোনো পুরুষ যদি সহানুভূতিশীল, যত্নশীল ও সময় দেন—তখন সেই আবেগী সংযোগ ধীরে ধীরে আকর্ষণে রূপ নিতে পারে।

‘অসম্ভব’ জিনিসের প্রতি টান

মানুষের মন নিষিদ্ধ বা অসম্ভবের দিকে সহজেই ঝুঁকে পড়ে। ‘এটা হওয়া উচিত নয়’ – এই ধারণাটিই অনেক সময় সম্পর্ককে রহস্যময় ও রোমাঞ্চকর করে তোলে। তবে এই রোমাঞ্চ ক্ষণস্থায়ী, আর পরিণতি প্রায়ই কষ্টকর।

প্রতিযোগিতার মনস্তত্ত্ব

কিছু ক্ষেত্রে, অন্য একজন নারীর ‘নির্বাচিত’ পুরুষকে পাওয়ার ভাবনা আত্মমর্যাদা বা আত্মপ্রতিষ্ঠার সঙ্গে জড়িয়ে যায়। এটি সচেতন সিদ্ধান্ত নয়; বরং অবচেতন মানসিক প্রক্রিয়া।

গবেষণা যা বলছে

২০১০ সালের এক সমীক্ষায় দেখা গেছে পুরুষদের বিবাহিত নারীদের প্রতি আকৃষ্টের তুলনায় বিবাহিত পুরুষদের প্রতি নারীদের আকর্ষণবোধ অনেক বেশি। অন্য আরেকটি সমীক্ষায় দেখা গেছে যে ৬০ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারীরা ইতোমধ্যেই অন্য কারও সাথে ঘুমানোর চেষ্টার কথা স্বীকার করেছেন।

সচেতন থাকুন

আকর্ষণ অনুভব করা অপরাধ নয়—মানুষ অনুভূতির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে পারে না। তবে কোন অনুভূতিকে বাস্তবে রূপ দেবেন, সেটাই আপনার সচেতন সিদ্ধান্ত।

লাইফস্টাইল পরামর্শ

নিজেকে প্রশ্ন করুন: এই আকর্ষণ কি আমাকে সম্মান, নিরাপত্তা ও ভবিষ্যৎ দেবে?
আবেগী দুর্বল সময়ে বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন
নিজের মূল্যবোধ ও আত্মসম্মানকে অগ্রাধিকার দিন
প্রয়োজনে বিশ্বাসযোগ্য বন্ধু বা কাউন্সেলরের সঙ্গে কথা বলুন।
ভেবে দেখুন

তবে মনে রাখা দরকার, এগুলো সবই তত্ত্বকথা। বাস্তব জীবনে একটি নির্দিষ্ট সম্পর্কের রসায়ন কী তা নির্ভর করে সম্পর্কে থাকা মানুষদের ওপরই। বিবাহিত পুরুষের প্রতি আকর্ষণ অনেক সময় নিজের চাওয়া-পাওয়া, শূন্যতা বা অজানা কষ্টের প্রতিফলন। সম্পর্ক কখনোই অন্যের জীবনের ভাঙনের ওপর দাঁড়িয়ে সুখ বয়ে আনে না। নিজের জীবনের কেন্দ্রবিন্দুতে নিজেকেই রাখুন – সেখান থেকেই সুস্থ সম্পর্কের শুরু।

বিজ্ঞাপন

মোংলায় বিদেশি মদসহ নারী আটক
২১ জানুয়ারি ২০২৬ ১৬:১৭

লেখার জাদুতে বছরে আয় ২০ লাখ!
২১ জানুয়ারি ২০২৬ ১৬:০১

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর