Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেম ও দ্রোহের কবি

হেলাল হাফিজ এর সুস্থতা কামনায়
২৯ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৭

জীবনভর শুনিয়েছেন যিনি
মনস্তাত্তিক হৃদয় ভরা গান,
জীবন সায়াহ্নে এসে তাকে লিখে যেতে হয়
বিরহগাঁথা উপাখ্যান।

যিনি কলমে, মননে মনে যোগিয়েছেন প্রেম;
‘দেশপ্রেমে’ রক্ত জলে জ্বালিয়েছেন আগুন
নি:স্বার্থে গেয়েছেন জীবনের জয়গান,
বিদায় বেলা যেন পান উপযুক্ত মর্যাদা সুমহান।

কবিরা হয় দুস্থ; হতে হয় দারস্থ
টাকা ও স্বার্থের কাছে আবেগ এক গদ্যময় নিয়ামক,
আজ এই বেলায় খোঁজ খবরে তাদের পাশে থাকে না কেউ
যা খুবই বেদনাদায়ক।

যৌবনে তারা অর্থ ভৈবরের পেছনে না ছুটে
নিজেকে করে দিয়েছিলেন উজার
করেছেন মানুষের কল্যাণ সাধনা,
আধ্যাত্মিক গুরু, শিল্পী সাধকগণ যেন পায় যথাযথ মর্যাদা;
এই মর্মে করি তার সুস্থতা ও দীর্ঘাযু কামনা।

সারাবাংলা/এসবিডিই/এএসজি

কবিতা প্রেম ও দ্রোহের কবি মো. সুমন মিয়া হেলাল হাফিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর