Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় কবিতা উৎসব শুরু


১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৬ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:৩২

স্টাফ করেসপনডেন্ট :

‘দেশহারা মানুষের সংগ্রামে কবিতা’ – এই শ্লোগানে বৃহস্পতিবার শুরু হয়েছে জাতীয় কবিতা উৎসব ২০১৮। বরাবরে মতো দু’দিনের  এই উৎসব ভেন্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণের হাকিম চত্বর। এবারের কবিতা উৎসব  উৎসর্গ করা হয়েছে প্রয়াত কবি সাযযাদ কাদিরকে। আর এ বছরের উৎসব সঙ্গীত রচনা করেছেন কবি মহাদেব সাহা।  এবারের উৎসবে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন ৯টি দেশের ১৭ জন কবি। স্বাগতিক বাংলাদেশের ৩০০ জন কবি।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য বিদেশি কবিদের মধ্যে আছেন সুইডেনের আরনে জনসন, ক্রিস্টিয়ান কার্লসন ও ভিভেকা জোরেন, যুক্তরাজ্যের এগনেস মেডাওস, ক্যামেরুনের জয়সে আওসাতাতাং, মিসরের ইব্রাহিম এলমাসরি, মেক্সিকোর ইউরি জামব্রানো, জাপানের টেন্ডু তেইজিন, তাইওয়ানের মিয়াও-ওয়াইতুম এবং কলম্বিয়ার মারিও মাথর।

এ ছাড়া ভারতের বিভিন্ন ভাষার কবিদের মধ্যে আশিস সান্যাল, সুবোধ সরকার, রাতুল দেববর্মণ, দিলিপ দাশ, সংঘ মিত্রা চক্রবর্তী, প্রদীপ কর, অলোক বন্দ্যোপাধ্যায় ও আবৃত্তিশিল্পী সৌমিত্র মিত্র অংশ নিচ্ছেন এবারের কবিতা উৎসবে।

উৎসবে কবিতা পাঠ ছাড়াও কবিতা নিয়ে বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেবেন দেশ-বিদেশের কবিরা।

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর