Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রণত হে স্বাধীনতা

নিতাই পদ বণিক
২৫ মার্চ ২০২৩ ১৭:১৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৩ ১৭:৩৯

স্বাধীনতা তুমি ইন্দ্রিয়াতীত
স্বাধীনতা তুমি অনুপম,
স্বাধীনতা তুমি আদরিনী
স্বাধীনতা তোমায় স্বাগতম।

স্বাধীনতা তোমায় অভিনন্দন
স্বাধীনতা তোমায় অভিবাদন,
তোমাকে চেয়ে কত রক্তবৃষ্টি
তোমাকে পেতে কত দহন।

অতঃপর।
স্বাধীনতা তুমি যেদিন এলে
সেদিন বাংলার আকাশে নবোদয় হলো,
সেদিন বাংলার আকাশে নবারুণ জেগে উঠলো
সেদিনই এক নবজাতক প্রথম
নিরাপদে মাতৃদুগ্ধ পান করলো
সেদিন বাংলার কৃষাণী-
নিরাপদে ফসল ঘরে তুললো।

স্বাধীনতা তুমি যেদিন এলে
সেদিনই শ্বেত পায়রা যুগল,
বাংলার মুক্তাকাশে ভেসে বেরালো
বীরঙ্গনা নিরবে চোখের জল মুছলো।

স্বাধীনতা তোমায় পেয়ে মুক্তিকামী
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাস্লো,
আমিও ভুলেছি সবেদন
স্বাধীনতা তোমায় অভিনন্দন
স্বাধীনতা তোমায় অভিবাদন।

স্বাধীনতা তব আগমনে
বনে বনে ফুলেল ফুল্লরা সাজে,
বিটপে পল্লবে জেগেছে উত্তরণ
এসে স্বাগতাঃ এসো আদৃতা
এসো স্বাধীনতা তোমায় সুস্বাগতম।

সারাবাংলা/এসবিডিই

নিতাই পদ বণিক প্রণতঃ হে স্বাধীনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর