একটা হাঁস ডুব দিল
এবং ভেসে উঠলো
আসলে যেটা ডুবলো
সেটা নয়, ভেসে উঠলো
ওর যমজ বোন
আগের হাঁস পাতালে
তলিয়েছে
শক্ত করে ওর পা ধরে
বসে আছে
জলের যাদুকর
ছোট ছোট বুদবুদ দেখে
পুকুর পাড়ে বসে থাকা
একটা কুকুর
এসবের কিছুই বুঝলো না
ছিন্ন পালকের স্মৃতি
মগজ ধরে রাখে নি।