Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁটাতার—কবিতা—বধির


১৯ অক্টোবর ২০২৩ ১৮:৫৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৩ ১৯:০৭

পুজোর ছুটিতে তুমি পর্বতের কাছে যেতে পারো
সমুদ্রের ঢেউ থেকে খুঁজে নিতে পারো কাশফুল
দ্বীপের দ্বারস্থ হও—তোমাকে আগলে রাখা ভুল
ফুলের উপমা হবে—চুম্বনের মতো কোনো গাঢ়

স্মৃতির বারান্দা তুমি—উড়ে আসে বকুলের ভোর
কুয়াশার কাছে যাও—ঘাসের গভীরে ভেজা মাটি
বলেছিল ভুলি নাই—আমি তাই খালি পায়ে হাঁটি
সেই ফাঁকে গৃহদাহ—সিঁদ কাটে প্রজ্ঞাবান চোর

পাড়াগাঁর কাদা-জলে কলাবিদ পাবে না আরাম
দুধ-ভাত ফেলে দেয়—পাঠ করে প্রকৃতির ভাঁজ
ধূপের ধোঁয়ার পাশে শাজাহান—কোন মমতাজ
বলেছিল—ভালোবাসা শুষে নেয় আবেগের ঘাম

পুজোর ছুটিতে প্রেম—ফিকশনে পুরাতন ক্ষীর
তোমার উঠোন মানে কাঁটাতার—কবিতা-বধির।

শারদীয় দুর্গাপূজা ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর