নতুন লেখকদের বই প্রকাশনা বিষয়ক কর্মশালা
২৪ অক্টোবর ২০২৪ ১৫:৫৩
বাংলাদেশে সৃজনশীল প্রকাশনায় পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ নিয়ে যাত্রা শুরু করেছে ‘এডিটরস পেজ’ শীর্ষক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মূল কাজ পাণ্ডুলিপি সম্পাদনা। তবে বাংলাদেশে সৃজনশীল বই প্রকাশনা এবং বই প্রকাশের সংস্কৃতি বিবেচনায় এই প্রতিষ্ঠান থেকে প্রকাশনাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ছোটো ছোটো ট্রেনিং-কর্মশালা আয়োজন করা হবে। এরই ধারাবাহিকতায় নতুন লেখকদের জন্য শুরু হচ্ছে ‘বই প্রকাশের এ টু জেড’ শীর্ষক দুইদিনের কর্মশালা।
ওয়ার্কশপ নিয়ে এডিটরস পেজ-এর ভাবনা, ‘আমরা দেখেছি বই প্রকাশ করতে গিয়ে সবচাইতে বেশি সমস্যার মুখোমুখি হোন আমাদের নতুন লেখকগণ। তাই লেখালেখিতে যারা নতুন, যারা নবীন তাদের সঠিক দিননির্দেশনামূলক কিছু কাজ আমরা নিয়মিত করার পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমাদের ‘বই প্রকাশের এ টু জেড’ শীর্ষক এই আয়োজন।’
অনলাইনভিত্তিক এই দিকনির্দেশনামূলক আয়োজনে মূল প্রশিক্ষক হিসেবে থাকবেন ভাষাচিত্রের প্রধান সম্পাদক ও প্রকাশক খন্দকার সোহেল এবং কলকাতার প্রথমসারির প্রকাশনা প্রতিষ্ঠান অভিযান বুক পাবলিশার্স-এর প্রকাশক মারুফ হোসেন। প্রশিক্ষক হিসেবে আরও থাকবেন লেখক, সাংবাদিক ও সম্পাদক গিয়াস আহমেদ, লেখক, সম্পাদক ও গবেষক ড. শাহাদৎ রুমন এবং লেখক, সম্পাদক ও প্রকাশক হোসেন শহীদ মজনু।
আয়োজন বিস্তারিত
ট্রেনিংয়ের ধরন : অনলাইন
তারিখ : ২৫-২৬ অক্টোবর ২০২৪
সময় : রাত ৯টা থেকে ১১টা
রেজিস্ট্রেশন ফি : ১৯৯ টাকা
ওয়ার্কশপে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে
> লেখকের প্রস্তুতি লেখার প্রস্তুতি [বই প্রকাশের উদ্দেশ্য, পাঠক শ্রেণি নির্বাচন, বইয়ের বিষয় নির্বাচন]
> লেখা থেকে পাণ্ডুলিপি [সেলফ এডিট, রিভিশন, রিডার্স ফিডব্যাক, প্রফেশনাল এডিটিং]
> বই প্রকাশের প্রস্তুতি [বইয়ের নামকরণ, প্রকাশনা প্ল্যাটফর্ম, সেলফ পাবলিশিং, ট্র্যাডিশনাল পাবলিশিং]
> প্রকাশক/প্রকাশনা প্রতিষ্ঠান নির্বাচন [প্রোডাকশন প্ল্যান, প্রচ্ছদ, বুক ডিজাইন, প্রকাশকের গাইড বনাম মিসগাইড, আইএসবিএন, কপিরাইট, রয়্যালিটি]
> প্রমোশনাল প্ল্যান
> বিক্রি ও বিপণন
> পাঠক সংযোগ
> প্রসঙ্গ বেস্টসেলার বই [ইমোশনাল মার্কেটিং]
> প্রকাশনা উদযাপন
> পরবর্তী টার্গেট নির্ধারণ
—
ট্রেনিংয়ে যারা আগ্রহী তাদের নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশনকারীদের জন্য একটি গ্রুপ লিংক দেয়া হবে। গ্রুপ লিংক থেকে লাইভে ট্রেনিং সেশন পরিচালিত হবে।
রেজিস্ট্রেশন লিংক : https://docs.google.com/forms/d/1xHwHDJz5urnKAUKyYApTEeX1zuK-hzsKYwGTtmF5Dj8/edit
সারাবাংলা/এজেডএস