১৯৯০ সালের পর ২৮ বছর পার করে ২০১৯ সালে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখান থেকে পার হয়েছে আরও ছয় বছর। আর এই ছয় বছর পর ফের ডাকসুতে ভোটযুদ্ধ শুরু। নির্বাচনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন সারাবাংলার লাইভ পাতায়…

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
নির্বাচনে কারচুপির কারণে গভীর শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের আবিদুল। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনা চলছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে প্রার্থীদের এজেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও স্কাউট সদস্যদের সামনে ব্যালট বাক্স খোলা হয় আটটি কেন্দ্রেই। এ সময় সংশ্লিষ্ট দায়িত্বগত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিটি কেন্দ্রের ভোট গণনার লাইভ ভিডিও কেন্দ্রের বাইরে সকলের জন্য উন্মুক্ত করা হয়। যা এবারই প্রথমবারের মতো ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে অভিযোগ-পালটা অভিযোগের মধ্যেই। দিনভর চারটি প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা ভোট কারচুপি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। ইনসানিয়াতের ভিপি প্রার্থী শিবিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে টিএসসি কেন্দ্রের সামনে বৈষম্যবিরোধী ছাত্র সংসদ-বাগছাস সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, প্রশাসনের নীরব ভূমিকায় ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা ভোটে দলীয় প্রভাব বিস্তার করেছেন। তারা বলেন, মৌখিকভাবে নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থী তাহমিনা আক্তার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোট গ্রহণ হচ্ছে। এসবের কারণে আমি তাহমিনা আক্তার (ব্যালট নং ১০) বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে ভিপি পদে প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।
তিনি আরও বলেন, এ ভূয়া নির্বাচন বর্জন ও বয়কট করলাম। শিবিরের প্রতি পক্ষপাতদুষ্ট ভিসি ও নির্বাচন সংশ্লিষ্ট সবার ওপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ৩টায় সিনেট ভবনের তিনটি কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। ৪টার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।’
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোকেয়া হল কেন্দ্রের সামনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ‘ভিত্তিহীন’।
আবিদ বলেন, ‘টিএসসি কেন্দ্রে এক শিক্ষার্থী ভোট দিতে গিয়ে দেখেছেন, তার ভোট আগেই সাদিক কায়েম ও এস এম ফরহাদকে দেওয়া হয়ে গেছে।’
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ভিপি পদে প্রতিদ্বন্দ্বী তানভীর বারী হামিমসহ অন্যান্য প্রার্থী উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, রোকেয়া হল কেন্দ্রে শিবিরের প্রার্থীদের জন্য ভুয়া ভোটিং হয়েছে।
বিক্ষোভকারী প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে মিছিল করেন এবং “ভুয়া ভুয়া, প্রশাসন ভুয়া, প্রশাসনের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না” ইত্যাদি স্লোগান দেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ফলাফল যা-ই হোক না কেন তা মেনে নেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোট সুষ্ঠু হলে আমরা ফল মেনে নেব। তবে বুথের তুলনায় পর্যাপ্ত পোলিং এজেন্ট না থাকায় সমস্যার সৃষ্টি হয়েছে। একজন ভোটারকে দু’টি ব্যালট পেপার দেওয়ার অভিযোগও রয়েছে।”
ঢাবি: বিভিন্ন প্রার্থীরা নিয়ম ভঙ্গ করলেও নির্বাচন কমিশন নিরব ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ চ্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের ও জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় টিএসসির পায়রা চত্বরে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। আব্দুল কাদের বলেন, নির্বাচন কমিশন...
জিয়াউর রহমান।
ঢাকা: কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণ করা ব্যালট সরবরাহ করায় পোলিং অফিসার ও অমর একুশে হলের কর্মকর্রতা জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগে পূরণ করা ব্যালট দিয়েছেন...

ডাকসু নির্বাচনে ভোট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রে এসেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি হুইলচেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন।

সাদিক কায়েম।
নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি বলেন, ১০০ গজের ভেতরে লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা থাকলেও অনেক প্রার্থী আচরণবিধি না মেনে—তা বিতরণ করছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে টিএসসি ভোট কেন্দ্র পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি।
সাদিক বলেন, এই নির্বাচনে যেই বিজয়ী হবে, আমরা মনে করি এতে জুলাই বিজয়ী হবে। কারণ আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন। আশা করি আমরা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নতুনভাবে সাজাতে পারব।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু।

অনিদ হাসান।
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ছাত্রদল নেতা আবু হায়াত মো. জুলফিকার জেসানকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের অনিদ হাসান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন,”বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বোভৌমত্ব ও একটি মুক্ত, অবাধ, প্রগতিশীল সাংস্কৃতিক ক্যাম্পাসের বিনির্মাণের বৃহত্তর স্বার্থে আমি অনিদ হাসান, ডাকসু নির্বাচন ২০২৫ এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থীতা, আবু হায়াত মো. জুলফিকার ভাই কে সমর্থন দিয়ে প্রত্যাহার করছি ও আমার বড় ভাই আবু হায়াত মো. জুলফিকার জেসান ভাই কে পূর্ণ সমর্থন দিচ্ছি।”
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায়। দিনভর শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনার মধ্যেই চলছে ভোট। এদিন ভোট শুরুর পরপরই সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় লিখেছেন, “ডাকসুর মধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ। এরপর চলে...

বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোট। ক্যাম্পাসের বাইরে নির্ধারিত ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে রয়েছেন এক হাজার ৩৫ জন প্রার্থী।
আজ সকাল ৬টা থেকে ভোট দেওয়ার জন্য উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের শিক্ষার্থী।
এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, প্রগতিশীল ছাত্রসংগঠনসহ বিভিন্ন ছাত্রসংগঠন আলাদা আলাদা প্যানেলে অংশ নিচ্ছে। এদের বাইরেও রয়েছে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীরা।
ভোটের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সারাবাংলা
ঢাকা: রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট সবমহলেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ৯ সেপ্টেম্বর ঢাবি শিক্ষার্থীরা নিজ নিজ ডাকসু কেন্দ্রীয় ও হল সংসদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে যাবেন। এদিকে নির্বাচন স্বচ্ছভাবে আয়োজনে ভোটগ্রহণের আগে গণমাধ্যমকর্মীদের সামনে খালি ব্যালট বাক্স সিলগালা করা...