Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment
svgImgলাইভ - ডাকসু নির্বাচন ২০২৫

বেগম সুফিয়া কামাল হলে এগিয়ে শিবির

১৯৯০ সালের পর ২৮ বছর পার করে ২০১৯ সালে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখান থেকে পার হয়েছে আরও ছয় বছর। আর এই ছয় বছর পর ফের ডাকসুতে ভোটযুদ্ধ শুরু। নির্বাচনের উল্লেখযোগ্য সব খবর জানতে চোখ রাখুন সারাবাংলার লাইভ পাতায়…

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৯
সারসংক্ষেপ
  • বেগম সুফিয়া কামাল হলে এগিয়ে শিবির
  • ডাকসুর অফিশিয়াল ফলাফল প্রকাশ হবে সিনেট ভবনের সামনে থেকে
  • ঢাবিতে বুধবার ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
  • ২ ভোটকেন্দ্রে গণনায় বিঘ্ন
  • ডাকসুতে ভোট পড়েছে ৭৮ শতাংশ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪০
হুইলচেয়ারে ভোট কেন্দ্রে মেঘমল্লার বসু

ডাকসু নির্বাচনে ভোট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রে এসেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি হুইলচেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করেন।

৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯
অন্য প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাদিক কায়েমের

সাদিক কায়েম।

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি বলেন, ১০০ গজের ভেতরে লিফলেট বিতরণে নিষেধাজ্ঞা থাকলেও অনেক প্রার্থী আচরণবিধি না মেনে—তা বিতরণ করছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে টিএসসি ভোট কেন্দ্র পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি।

সাদিক বলেন, এই নির্বাচনে যেই বিজয়ী হবে, আমরা মনে করি এতে জুলাই বিজয়ী হবে। কারণ আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন। আশা করি আমরা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নতুনভাবে সাজাতে পারব।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু।

৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৭
জেসানকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অনিদ

অনিদ হাসান।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ছাত্রদল নেতা আবু হায়াত মো. জুলফিকার জেসানকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের অনিদ হাসান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন,”বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বোভৌমত্ব ও একটি মুক্ত, অবাধ, প্রগতিশীল সাংস্কৃতিক ক্যাম্পাসের বিনির্মাণের বৃহত্তর স্বার্থে আমি অনিদ হাসান, ডাকসু নির্বাচন ২০২৫ এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থীতা, আবু হায়াত মো. জুলফিকার ভাই কে সমর্থন দিয়ে প্রত্যাহার করছি ও আমার বড় ভাই আবু হায়াত মো. জুলফিকার জেসান ভাই কে পূর্ণ সমর্থন দিচ্ছি।”

৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২০
ডাকসুর ভোটগ্রহণ চলছে

বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে ভোট। ক্যাম্পাসের বাইরে নির্ধারিত ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এতে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্যদিকে ১৮টি হলে ২৩৪টি পদের বিপরীতে রয়েছেন এক হাজার ৩৫ জন প্রার্থী।

আজ সকাল ৬টা থেকে ভোট দেওয়ার জন্য উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের শিক্ষার্থী।

এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, প্রগতিশীল ছাত্রসংগঠনসহ বিভিন্ন ছাত্রসংগঠন আলাদা আলাদা প্যানেলে অংশ নিচ্ছে। এদের বাইরেও রয়েছে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীরা।

1 2
বিজ্ঞাপন