Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা, ঢাবি উপাচার্যের শোক

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৯:৩৪

কেন্দ্রীয় শহিদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার( ১৩ আগস্ট) কেন্দ্রীয় শহিদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।

ডাকসু’র সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানমের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। উপাচার্য মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অধ্যাপক মাহফুজা খানম মঙ্গলবার (১২ আগস্ট) মারা যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর