ঢাকা: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
রোববার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের সরিয়ে দিতে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জও করে।
২০ শতাংশ বাড়িভাড়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন জাতীয়করণপ্রত্যাশী শিক্ষকরা। পুলিশের বাধা সত্ত্বেও তারা দফায় দফায় সড়কে ফিরে এসে অবস্থান ও স্লোগান চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা। ছবি: সারাবাংলা
এর আগে দুপুরে একাংশ শহিদ মিনারের দিকে মিছিল নিয়ে গেলে অন্য অংশ প্রেস ক্লাবের সামনে অবস্থান অব্যাহত রাখেন এবং সচিবালয় অভিমুখে লংমার্চের ঘোষণা দেন। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
শিক্ষক নেতাদের নেতৃত্বে একটি অংশ শহিদ মিনারের দিকে চলে যাওয়ার পর দুপুর ২টার দিকে প্রেস ক্লাবের সামনে অবস্থান চালিয়ে যাওয়া শিক্ষকদের আরেকটি অংশকে সরাতে অ্যাকশনে যায় পুলিশ।