Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৪ জন আহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১১:৫৪ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৩:৪৫

ঢাকা: রাজধানীর পৃথক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী পোশাকশ্রমিকসহ চারজন আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

রোববার (১৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে পূর্ব রামপুরা জামতলা কমিশনার গলিতে এবং সকাল সাড়ে ৭টার দিকে কদমতলির জুরাইন এলাকায় এ দুটি ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে রামপুরার ঘটনায় রয়েছেন সেনেটারি মিস্ত্রি আমিনুল ইসলাম (২৮), রাজন (২২) ও আশরাফুল ইসলাম (৩০)। আর জুরাইন এলাকায় আহত হয়েছেন পোশাকশ্রমিক জান্নাত আক্তার (১৮)।

আহত আমিনুলের ভাই মো. রিফাত জানান, তারা চারজন একই মেসে থাকেন এবং সেনেটারি মিস্ত্রির কাজ করেন। ভোরে অটোরিকশাযোগে নাস্তা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে ৭–৮ জন অজ্ঞাত ছিনতাইকারী রিকশার গতিরোধ করে ধারালো অস্ত্র বের করে তাদের ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন

রিফাত বলেন, ‘অস্ত্র দেখে রিকশাচালকসহ আমি পালিয়ে যাই। এরপর ছিনতাইকারীরা আমিনুল, রাজন ও আশরাফুলকে ছুরিকাঘাত করে তাদের কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা, মোবাইল ও রিকশাটি নিয়ে পালিয়ে যায়।’

অন্যদিকে, আহত জান্নাত আক্তার জানান, তিনি জুরাইনের আলম মার্কেট এলাকায় থাকেন এবং স্থানীয় একটি সোয়েটার তৈরির কারখানায় কাজ করেন। সকালে কর্মস্থলে যাওয়ার পথে এক যুবক তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পেটে আঘাত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীকে আটক করে গণধোলাই দেয়। পরে এক পথচারী জান্নাতকে ঢামেকে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই জানিয়েছেন ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন।’

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর