Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল তাদের হাতে নেই: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৩:৫৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৫:১৫

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক শেষে হাসনাত। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) স্বেচ্ছাচারী আচরণ করছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ইসির রিমোট কন্ট্রোল তাদের হাতে নেই।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগারগাঁও থেকে হয় না। ইসির রিমোট অন্য কারো হাতে। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না।’

প্রতীক ইস্যুতে তিনি বলেন, ‘আমাদের জন্য শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারেনি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কিভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে বিধিমালায়, শাপলা কেন অন্তর্ভুক্ত হয়নি— এর কোনো ব্যাখ্যা নেই। ইসির সিদ্ধান্তগুলোর সঙ্গে মধ্যযুগীয় রাজা-বাদশার শাসনের সাদৃশ্য রয়েছে।’

এনসিপি নেতা বলেন, ‘মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তারা যে প্রতিষ্ঠান বা দলের অধীনে নিয়োগপ্রাপ্ত, সেই দলের স্বার্থই রক্ষা করছে। শাপলা ছাড়া আমরা অন্য কোনো প্রতীক নেব না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর