Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬ দফা দাবিতে মহাখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১২:৩২

৬ দফা দাবিতে মহাখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন। ছবি: সারাবাংলা

ঢাকা: নিয়োগবিধি সংশোধন করে বেতন স্কেল ১৬তম গ্রেড থেকে ১৪তম গ্রেডে উন্নীত করা ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবি বাস্তবায়নে স্বাস্থ্য অধিদফতর ঘেরাও করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা। বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচিতে দেশের ৬৪ জেলা থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা অংশ নেন। ফলে বন্ধ রয়েছে সারাদেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ রুটিন টিকাদান কেন্দ্রে টিকাদান সেবা।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের দীর্ঘ দিনের দাবি আমাদের স্বাস্থ্য সহকারী পদটি টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন আপগ্রেডেশনের, কিন্ত এ দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যৌক্তিক বলে প্রতিশ্রুতি আর আশ্বাসই দীর্ঘ ২৭ বছর পাড় করছেন।’

হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক ওয়াসি উদ্দিন রানা বলেন, ‘১৯৯৮ সালের ৬ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের বেতন বৈষম্য নিরসন করে টেকনিক্যাল পদমর্যদার দাবি বাস্তবায়নে ঘোষণা দিয়ে ছিলেন। কিন্তু দীর্ঘ ২৭ বছর অতিবাহিত হলেও সে ঘোষণার আমলাতান্ত্রিক জটিলতার কারনে আজও বাস্তবায়ন হয়নি। ফলে ২০১৬ সালে ২৩ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের সংগঠন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঢাকা বিভাগের এক সমাবেশে করেন। সমাবেশে তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী তাদের দাবি যৌক্তিক বলে ঘোষণা দিয়ে এক সপ্তাহের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দিয়ে একটি কমিটি গঠন করে দিয়ে ছিলেন কিন্তু তার কোনো প্রতিফল পায়নি স্বাস্থ্য সহকারীরা।’

এর আগে, গত ২৪ নভেম্বর বাংলাদেশ হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতারা জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট দফতরকে ৬ দফা দাবি বাস্তবায়নের জিও (প্রজ্ঞাপন) আকারে প্রকাশের সময় বেধে দিয়েছিলেন। না হলে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। এর প্রেক্ষিতে গত ৩০ নভেম্বর কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর