ঢাকা: ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে অবতরণ ও উড্ডয়ন করেছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ায় আগমন ও বহির্গমন উভয় ক্ষেত্রেই কিছু ফ্লাইটে বিলম্ব হয়েছে। তবে কোনো ফ্লাইটকে ডাইভার্ট করতে হয়নি।
বর্তমানে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফ্লাইট অপারেশন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট এয়ারলাইনস সহায়তা প্রদান করছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক করেছেন, শীত মৌসুমে কুয়াশার কারণে সাময়িকভাবে ফ্লাইট সূচিতে বিলম্ব হতে পারে এবং যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।