Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানা ঘেরাও কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৮:৪০ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৯:৪৪

ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা: থানা ঘেরাওয়ের কর্মসূচি দিয়ে রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক ছেড়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ফলে স্বাভাবিক হয়েছে ফার্মগেট ও আশপাশের এলাকার যানচলাচল।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে সহপাঠী হত্যার বিচার দাবিতে বিকেল সোয়া ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

সড়ক অবরোধের অবরোধের কারণে ফার্মগেট এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট। পরে নতুন কর্মসূচি দিয়ে সোয়া ৪টার দিকে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা।

কর্মসূচি ঘোষণা দিয়ে কলেজটির শিক্ষার্থী আবদুর রহমান রাফি বলেন, ‘সহপাঠী সাকিবুল হাসান রানা (১৮) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় তেজগাঁও থানা ঘেরাও করা হবে।’

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা। আহত হওয়ার চার দিন পর গত ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সাকিবুলের মৃত্যু হয়।

এ ঘটনার বিচার দাবি করে কলেজটির শিক্ষার্থীরা আগেও একাধিকবার সড়কে নেমেছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর