Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৪:২৪ | আপডেট: ১৮ জুন ২০২৫ ১৬:০৯

ছবি: সংগৃহীত

ঢাকা: আশুলিয়ার নিশ্চিন্তপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর অন্বেষা গার্মেন্টসের পিছনে শামীমের দুতলা বাড়ির নিচ তলায় এই দুর্ঘটনা ঘটে।

আহত ও দগ্ধরা হলেন, জাহানারা বেগম (৫০), তার দুই ছেলে গার্মেন্টস কর্মী জুয়েল রানা (২২) ও টাইলস মিস্ত্রী জহুরুল ইসলাম (২৮)।

দগ্ধ জুয়েল রানা জানান, সকালে ঘুম থেকে ওঠে বাথরুমে যান তিনি। এ সময় সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করার প্রস্তুতি নিচ্ছিলেন তার মা জাহানারা বেগম। তখন চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তার মায়ের শরীরে আগুন ধরে যায়। ধসে যায় রুমের দেয়াল। এতে তিনি ও তার বড় ভাই আহত ও সামান্য দগ্ধ হন।

বিজ্ঞাপন

আহত জহুরুল ইসলামের স্ত্রী স্বপ্না পারভিন জানান, তারা পাশের রুমে ছিলেন। বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে, তাদের রুমের দেয়াল ধ্বসে জহুরুলের শরীরের ওপর পড়ে। এছাড়া তাদের পাশের একটি বাসারও আরও দুইজন আহত হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এ ঘটনায় আহত হয়ে তিনজন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে জাহানারার শরীরে ৬৮ শতাংশ পুড়ে গেছে। তার ছেলে জুয়েল রানার শরীরের ৬ শতাংশ পুড়েছে। এছাড়া তার দুই পা ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে জহুরুলের শরীরে দগ্ধ হয়নি। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর