Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল জেলা কারাগারে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৩:০৩

কারাগারে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

টাঙ্গাইল: ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবাহিত নানা রোগের প্রাদুর্ভাব প্রতিরোধে জেলা কারাগারে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা কারাগারে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম।

কর্মসূচির উদ্বোধনের পর জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় কারা মহাপরিদর্শকের নির্দেশে জেলা কারাগারে মশা নিধনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ওই কর্মসূচিতে কারাগারের বন্দিসহ সংশ্লিষ্টরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, মশা নিধনে ফগ মেশিন, ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করতে কাস্তে এবং ড্রেন ও নর্দমা পরিষ্কারে কোদাল ব্যবহার করা হচ্ছে। জলাবদ্ধ স্থানগুলো থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হচ্ছে। এ ছাড়া স্থানীয় যুবকরাও কারাগারের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করছে।

এ সময় টাঙ্গাইল কারাগারের জেলার মো. হাবীবুর রহমান, ডেপুটি জেলার আবুল কালাম আজাদ, সার্জেন্ট মো. আবুল হোসেন, সহকারী সার্জন ডা. আবিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি