Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে ৪ ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পুর্নবহালের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ২০:২৪

বোদা উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে বোদা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

পঞ্চগড়: পঞ্চগড়ের উপজেলার চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাদের পুর্নবহালের দাবিতে বোদা উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদলের ব্যানারে বোদা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়।

এ সময় বিক্ষোভ মিছিলে জীবন ভাইয়ের বহিষ্কার মানি না মানবো না, ইমন ভাইয়ের বহিষ্কার মানি না মানবো না, অবৈধ বহিষ্কার মানি না মানবো না, অবৈধ বহিষ্কার বাতিল কর করতে হবে, চার নেতার পুনর্বাহাল করতে হবে করতে হবেসহ নানা শ্লোগান দেওয়া হয়। পরে বোদা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, বোদা পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল আহসান রম্য, বোদা পাথরাজ সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আবু সাইদ প্রামাণিক, সদস্য সচিব মাজেদুর সরকার মুন্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, গত রোববার (৬ জুলাই) বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে কিছু লোকজন মারধর করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মারধর করেছেন তারা সবাই বয়স্ক, তরুণ কেউ ছিল না। এমনকি সেখানে ছাত্রদলের কোন পর্যায়ের নেতাকর্মীকে দেখা যায়নি। কিন্তু বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের চার ছাত্রদল নেতাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে কেন্দ্রীয় ছাত্রদল বহিষ্কার করেছে। কিন্তু তারা এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে তাদের পুনর্বহাল করতে হবে স্বপদে।

বক্তারা আরও বলেন, কেন্দ্র একটি তদন্ত কমিটি গঠন করুক। যদি তদন্ত করে প্রমাণিত হয় বোদা উপজেলা ছাত্রদলের নেতারা দোষী তাহলে তারা শাস্তির মুখোমুখি হবেন। আর যদি কোনো দোষ না করে থাকেন তাহলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে বহিষ্কার করতে হবে। কিন্তু কোনো তদন্ত না করেই এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় নেতা পঞ্চগড়ে আসবেন কিন্তু তিনি স্থানীয় পর্যায়ের কোনো নেতা কর্মীকে জানান নি। এখন হামলার শিকার হয়েছেন এটার আমরা প্রতিবাদ জানাই তবে কারা করেছে এটা তদন্ত করে বের করা দরকার। যদি তাদের পুর্নবহাল করা না হয় তাহলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেন বক্তারা।

সারাবাংলা/এমপি

ছাত্রদল নেতা বহিষ্কার বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর