Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় যৌথ অভিযান প্রায় ২ কোটি টাকার জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৩:২০

জব্দ মালামাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ধ্বংস করা হয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ অভিযান পরিচালানা করে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল এবং বেহুন্দী জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকা।

বুধবার (৯ জুলাই) বেলা ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী নেতৃত্ব মানিকের চর এবং বাংলা বাজার খারিজাথাক এলাকায় গত ৭ জুলাই থেকে ৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত দফায় দফায় যৌথ অভিযান পরিচালনা করে ৮ হাজার ৫০০ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল, ৩ হাজার ৫০০ কেজি বেহুন্দী জাল, ১৫টি বড় সাইজের ড্রাম এবং ৪ হাজার কেজি জাল তৈরীর যন্ত্রাংশ জব্দ করা হয়। এসব জব্দ মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৮৪ লাখ ৪৫ হাজার টাকা।

বিজ্ঞাপন

জব্দ মালামাল উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ধ্বংস করা হয়।

এ সময় অবৈধ মৎস্য আহরণ ও জালের অপব্যবহারের অপরাধে তিনজনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সারাবাংলা/এমপি

জাল জব্দ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর