Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরিচ্চাপ নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১১:১৭

প্রতীকী ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) উপজেলার বাউশুলি-মাদরা গ্রামের মাঝে স্লুইস গেট সংলগ্ন মরিচ্চাপ নদীর তীরে মরদেহটি ভাসতে দেখা যায়। স্থানীয় ইয়াছিন নামের একজন মরদেহ দেখতে পেয়ে গ্রাম পুলিশকে খবর দেয়। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহে পচন ধরায় নারী না পুরুষ শনাক্ত কঠিন হলেও হাতে পরিহিত শাঁখা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হিন্দু ধর্মালম্বী নারী। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ থানায় আনা হয়েছে এবং মরদেহ শনাক্তের জন্য চেষ্টা চালান হচ্ছে।

বিজ্ঞাপন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, মরদেহ উদ্ধারের পর শনাক্তের চেষ্টা চালান হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো