Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে সাপের উন্নত চিকিৎসায় এক্সরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৪:৪৭

পটুয়াখালী: কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি মৃদু বিষধর কাল নাগিনী সাপ উদ্ধারের পর উন্নত চিকিৎসার লক্ষ্যে ভেটেনারি সার্জনের পরামর্শে এক্সরে করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

বুধবার (৯ জুলাই) রাত ১০টায় পৌর শকরের একটি বেসরকারী ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয়। পরে এক্সরে করে জানা যায় সাপটির মাঝ বরাবর হাড়ে ফাঁটল ধরেছে।

এর আগে সকালে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে গ্রামবাসীরা। পরে তাদের হাত থেকে রক্ষা করে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

প্রথমবারের মতো সাপের এক্সরে করা দেখে অনেকে হতবাক বনে গেলেও বন্যপ্রানী রক্ষার কাজকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

বিজ্ঞাপন

সবুজ, লাল ও কালো রঙের ডোরাকাটা বয়স্ক এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক মহোদয়ের সহায়তায় আহত সাপটির এক্সরে করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেনারী সার্জনের কাছে পাঠানো হবে।

সারাবাংলা/এমপি

এক্সরে নাগিনী সাপ সাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর