Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা পেয়েছে জিপিএ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১১:৩৩

জাইমা জারনাস তানিশা।

টাঙ্গাইল: মুখের ভাষা প্রকাশ করতে না পারলেও অধ্যাবসায় ও মনের ভাষা দিয়ে সাফল্য অর্জন করেছে টাঙ্গাইলের এক বাক প্রতিবন্ধী শিক্ষার্থী। সে ঘাটাইল উপজেলার সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের বাক ও শ্রবণ প্রতিবন্ধী কৃতি শিক্ষার্থী জাইমা জারনাস তানিশা।

২০২৫ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে সে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাফল্য অর্জন করেছে।

জাইমা জারনাস তানিশা ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে পরীক্ষায় অংশ নেয়। সে ঘাটাইল সদর ইউনিয়নের কমনা পাড়া গ্রামের জয়নাল আবেদীন ও মাফুজুন নাহার বিউটি দম্পত্তির মেয়ে।

বিজ্ঞাপন

তানিশার বাবা জয়নাল আবেদীন জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী। মা মাফুজুন নাহার বিউটি কমলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এর আগে তালিশা ঘাটাইল ক্যান্টনমেন্ট এ প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।

শিক্ষার্থীর মা মাফুজুন নাহার বিউটি বলেন, ‘মেয়ের এমন ফলাফলে আমি খুশি। আমার মেয়ে যে জিপিএ-৫ পাবে আমি কল্পনাও করতে পারিনি। ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।’

তার এ সাফল্য বিদ্যালয়ের শিক্ষক বাসু দেব পাল বলেন, ‘তানিশা অত্যন্ত মেধাবী। বাক প্রতিবন্ধী কোনো ব্যাপার নয়, সে আগামীতে আরও সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে।’

ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘তানিশা নম্র ও ভদ্র স্বভাবের। তার অনেক চেষ্টা ছিল। আমরাও আন্তরিক ছিলাম। আমাদের প্রত্যাশা ছিল তার প্রতি। আমরা আনন্দিত তার এমন সাফল্যে।’

সারাবাংলা/এমপি

এসএসসি ও সমমানের পরীক্ষা জিপিএ-৫ বাক ও শ্রবণ প্রতিবন্ধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর