Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দুর্বৃত্তের হামলায় পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১২:৪২

প্রতীকী ছবি

খুলনা: খুলনায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান (৫৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আহসান আহমেদ রোডে ল’ কলেজের সামনে ঘটনাটি ঘটে। তিনি আহসান আহমেদ রোড এলাকার বাসিন্দা মোজাহার আলীর ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, আহত হাফিজুর রহমান বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের প্রধান সহকারী হিসেবে কর্মরত আছেন। তিনি রাত সাড়ে ৯টার দিকে আহসান আহমেদ রোড ল’ কলেজের সামনে একটি ফুচকা এবং কাঠ গোলার মাঝামাঝি অবস্থান করছিলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ সময়ে দুজন যুবক কিছু বুঝে ওঠার আগে ক্ষুর দিয়ে তার শরীরের পেছনে কয়েকটি আঘাত করে। স্থানীয়রা এগিয়ে এলে ওই দুজন ঘটনাস্থল ত্যাগ করে। এরপর চিকিৎসার জন্য স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনা জানার পরপরই খুলনা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে তিনি জানান।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর