Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১৩:২০

পুলিশ উপপরিদর্শক সাঈদুজ্জামান (৪৯)।

সাতক্ষীরা: সাতক্ষীরায় দায়িত্বরত অবস্থায় স্ট্রোকে সাঈদুজ্জামান নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (১১ জুলাই) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

উপপরিদর্শক সাঈদুজ্জামান (৪৯) কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, বৃহস্পতিবার রাতে ডিউটিরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সাঈদুজ্জামান। তাৎক্ষনিক তাকে উদ্ধার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মজিদ পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ওই চিকিৎসক নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে পুলিশ লাইনে জানাজা নামায শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি