Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি, ১০ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১৫:০৫

পাবনা: পাবনার সুজানগর উপজেলায় মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফসহ ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক তৌফিক হাসান আলহাজ্ব বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস নোটের মাধ্যমে বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিস্কৃত নেতারা হলেন-সুজানগর উপজেলা বিএনপি’র সদস্য সচিব রউফ শেখ (৫৫), ছাত্রদল নেতা শেখ কাউছার (৩০), যুবদল নেতা মনজেদ শেখ (৪৫), সুজানগর পৌর বিএনপি’র ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর খা (৬৬), সুজানগর উপজেলা বিএনপির সাবেক সদস্য কামাল শেখ (৪৫), পৌর যুবদল সদস্য মানিক খা (৩৫), সুজানগর এনএ কলেজ শাখার সভাপতি শাকিল খা (২২), সুজানগর পৌর ৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি রুহুল খা (৪০), বিএনপি কর্মী লেবু খা (৬৫) যুবদল কর্মী হালিম শেখ (৪১)।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পাবনা জেলাধীন সুজানগরে রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ সকল নেতাকর্মীকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

এছাড়া সুজানগরের রক্তাক্ত সংঘাতের ঘটনায় মোলায়েম খা ও সুরুজসহ আরও যারা জড়িত ছিল তারা বিএনপি কিংবা এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ নয়। তাদের সঙ্গে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। এসব দুস্কৃতকারি সন্ত্রাসীদের সঙ্গে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যোগাযোগ বা সম্পর্ক রাখলে দল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক তৌফিক হাসান আলহাজ্ব বলেন, ‘বহিষ্কারের বিষয়টি কেন্দ্র করেছে। গুরুতর আহত সদস্য সচিব শেখ আব্দুর রউফকে বহিষ্কারের বিষয়টি দুঃখজনক।’

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘এখনো মামলা হয়নি। কেউ কোনো অভিযোগ দেয়নি। গ্রেফতারও নেই। অভিযোগ দিলে ব্যবস্থায় যাবে পুলিশ।’

সারাবাংলা/এমপি

গুলাগুলি বিএনপি নেতা বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর