Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পাঁচ গাড়ির সংঘর্ষে আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১৫:৫৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনা।

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর উত্তর থানার সামনে পাঁচটি গাড়ির সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খান বাড়ি চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

জানাযায়, একটি গাড়ী ব্রেক ফেল হয়ে অপর একটি গাড়ির পিছনে ধাক্কা দেয় এ সময় পরপর আরও তিনি গাড়ি একে অপরের পেছনে ধাক্কা দেয়। এতে মোট পাঁচটি গাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, পদ্মা সেতু উত্তর থানার সামনে খান বাড়ি চৌরাস্তায় পাঁচটি গাড়ির সংঘর্ষ হয়। গাড়িগুলোর মধ্যে দুইটি মাইক্রোবাস ও তিনটি যাত্রীবাহী বাস রয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পদ্মাসেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, একটি গাড়ি ব্রেক ফেল হওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে রেখেছি। এ ঘটনায় একজন গুরুতর আহত হলেও বাকিরা সামান্য আঘাত পেয়েছে। বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

মারাকানায় বিধ্বংসী ব্রাজিল
৫ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৯

আরো

সম্পর্কিত খবর