Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় বাসের যাত্রী নিহত, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৫ ১০:০৬ | আপডেট: ১ আগস্ট ২০২৫ ১০:৪০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা। ছবি: সারাবাংলা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কামারখোলা ব্রীজের ঢালে একটি সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১২ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১ আগস্ট) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা সেতুর ঢালে মাওয়ামুখী লেনে ওই দূর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ময়মনসিংহের গৌরীপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের আটরশি দরবার শরিফে যাচ্ছিল৷ পথিমধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরের কামারখোলা এলাকায় বাসের চাকা বিকল হয়ে গেলে এক্সপ্রেসওয়ের বাম পাশে রেখে চাকা মেরামতের কাজ করছিলো বাসের স্টাফরা।

বিজ্ঞাপন

এ সময় মাওয়াগামী একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে থেমে থাকা ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১২ জন।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আহতদের উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধারকাজে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় তারা।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এমপি

আহত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর