নাটোর: নাটোর সদরের সাতুরিয়া পালপাড়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে ৩০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট) সকাল ৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল গ্রামটির একটি বাড়িতে অভিযান চালায়।
আটক ব্যক্তির নাম রবি পাহান (৪৫)। তিনি ঐ গ্রামের ভাদু পাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবি পাহান দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে মদ উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। আটক রবি পাহানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। দেশীয় মদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।