কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩১ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
শনিবার (২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২ আগস্ট) দিবাগত ভোর রাতে দৌলতপুর সীমান্তের ঠোটারপাড়া নদীতে ভাসমান অবস্থায় ৭৭ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। সেখান থেকে আট হাজার ৮০ পিস ইয়াবা, ২৪ বোতল বিদেশী মদ, এক হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট, ২৫৭ পিস ট্যাপেন্ডেবল ট্যাবলেট, ৭৭ কেজি কারেন্ট জাল এবং এক হাজার ৮০ পিস আতশবাজি জব্দ করা হয়। অন্যদিকে দুপুরে উপজেলার চিলমারী সীমান্ত থেকে ভারতীয় এক হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং এক হাজার ৮০ পিস আতশবাজি উদ্ধার করা হয়।
শুক্রবার (১ আগষ্ট) সন্ধ্যায় সীমান্তের রামকৃষ্ণপুরে অভিযান পরিচালনা করে ২৪ বোতল মদ এবং ২৫৭ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।