Friday 26 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোর চিনিকলে ডাকাতি, মালামাল লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১১:২৯

নাটোর: নাটোর চিনিকলে গার্ডদের বেঁধে রেখে মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় চিনিকলের ভিতরে থাকা বিয়ারিং, মিলহাউজসহ প্রত্যকটি স্তরের মালামাল লুট এবং ভাঙচুর করে নিয়ে যায় ডাকাতদল।

শনিবার (২ আগষ্ট) দিনগত রাতে শহরের হুগলবাড়িয়া এলাকায় চিনিকলে এ ডাকাতির ঘটনা ঘটে। তবে কি পরিমাণে মালামাল লুট হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, গতরাতে নাটোর চিনিকলে দায়িত্বে থাকা গার্ডদের বেঁধে রেখে মালামাল ডাকাতি করে নিয়ে যায়। তবে কি পরিমাণে মালামাল ডাকাতি হয়েছে, তা তদন্ত চলছে। তদন্তের পর সঠিক হিসাব দেওয়া যাবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ‘বিষয়টি জানার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। তাদের অভ্যান্তরীণ লোকজনের সম্পৃক্ততা রয়েছে কি না এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি। প্রকৃত এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা দ্রুত আমরা বের করতে সক্ষম হবো। এ ঘটনায় কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের পর কি পরিমাণে মালামাল লুট হয়েছে তা জানা যাবে।’

সারাবাংলা/এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর