কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে অপহরণ করে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় আলোচিত প্রধান আসামি শেখ ফরিদকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (৯ আগস্ট) বেলা সারে ১২টায় নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
তিনি বলেন, শুক্রবার (৮ আগস্ট) ডিএমপি ঢাকার হাতিরঝিল থানার মগবাজার রেলগেইট বাজার গলি এলাকা থেকে র্যাব-১১ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে তাকে আটক করে।
র্যাব জানায়, গত ৩ আগস্ট দুপুরে নাঙ্গলকোট থানার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন (৫৩) তার চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পৌঁছালে একদল মুখোশধারী তার পথরোধ করে। তারা আগ্নেয়াস্ত্রের মুখে জোরপূর্বক আলাউদ্দিনকে সিএনজিতে তুলে নেয়।
পরে একইদিন বিকেল ৩টার দিকে নাঙ্গলকোট থানার চান্দাইশ গ্রামে কবরস্থানের পূর্ব পাশে হাত-পা বেঁধে, কুপিয়ে ও গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ ফেলে যায় আসামিরা। খবর পেয়ে আলাউদ্দিনের স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ৫ আগস্ট নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, আলীয়ারা গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৫ জুলাই গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হন। এ সময় উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে। এই বিরোধের জের ধরেই আলাউদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেখ ফরিদ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়েছে।