পঞ্চগড়: পঞ্চগড় জেলা ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান আসামি আলামিন (২১) ও তার ভাই আকাশকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। তারা চট্টগ্রামে তাদের বোনের বাসায় আত্মগোপনে ছিলেন।
শনিবার (১৬ আগস্ট) তাদের পঞ্চগড় আদালতে হাজির করা হলে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শুক্রবার (১৫ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাদের গ্রেফতার করে পঞ্চগড়ে নিয়ে আসে।
জানা গেছে, আলামিন ও আকাশ পঞ্চগড় জেলা শহরের নতুনবস্তি এলাকার খলিলুর রহমানের ছেলে।
এর আগে গত ৬ আগস্ট রাত ৯টার দিকে পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছাত্রদল কর্মী জাবেদ উমর জয়কে আটক করে আলামিন ও তার সহযোগীরা। এক পর্যায়ে আলামিন জয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জয়কে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ও পরে রংপুরে নেয়ার পথে মৃত্যু হয়। নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে।
ঘটনার দুই দিন পর, ৮ আগস্ট নিহত জয়ের বড় ভাই আশরাফ আলী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, ইতোমধ্যে প্রধান আসামি আলামিনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।