Monday 18 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাভর্তি ক্রিকেট ব্যাটসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১৪:৫২ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৭:২৫

আটক দুই ব্যক্তি।

কক্সবাজার: কক্সবাজারের বিমান বন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় দুই পর্যটককে আটক করেছে বিমানবন্দর কর্মীরা। যার মধ্যে একজন বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী রয়েছেন।

রোববার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে মালামাল তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান। এ সময় ক্রিকেট ব্যাট কেটে উদ্ধার করা হয় ৫ হাজার ১০০ ইয়াবা।

উদ্ধার ইয়াবা।

আটকরা হলেন, মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী।

বিজ্ঞাপন

বিমানবন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের বরাতে ওসি ইলিয়াস খান বলেন, ‘আটক হওয়া দুই যুবক বেলা ১১টা ২৫ মিনিটের কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস বাংলা নামের বিমানের যাত্রী ছিলেন। তারা ফ্লাইটে উঠতে সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি কার্যক্রম চালাচ্ছিলেন। এতে ব্যাগ ও মালামাল স্ক্যানিং করার সময় ক্রিকেট ব্যাটের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ১০০টি ইয়াবা পাওয়া যায়।

আটকদের কক্সবাজার সদর থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এমপি

আটক ইয়াবা ক্রিকেট ব্যাট পাচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর